নবীগঞ্জ ঘাটের ফেরি বন্ধে পারাপারে দুর্ভোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নবীগঞ্জ ঘাটের ফেরি বন্ধে পারাপারে দুর্ভোগ
শুক্রবার, ৫ জুন ২০২০



---

দেশে করোনার প্রাদুর্ভাবের শুরু থেকেই নারায়ণগঞ্জের নবীগঞ্জ ঘাট এলাকার শীতলক্ষ্যায় পণ্য, মালামাল ও যানবাহন পারাপারের ফেরিটি বন্ধ রয়েছে। দীর্ঘদিন এটি বন্ধ থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে বন্দর এলাকায় বসবাসরতদের। গতকাল বৃহস্পতিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বন্ধ এ ফেরিঘাটে কোনো ব্যস্ততা নেই, নেই পারাপারের কোনো যানবাহন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই এ ফেরিঘাটে যানবাহন পারাপার বন্ধ রয়েছে। করোনা সংক্রমণের শুরুর দিকেই ঘাটের ফেরিটি বন্ধ ঘোষণা করা হয়। এখনও সেটি চালুর নির্দেশনা দেওয়া হয়নি। নদী পার হতে এসে ফেরি না পেয়ে হতাশ হয়ে ফিরে যাওয়া আসলাম হোসেন জানান, আমার কর্মস্থল বিসিকে আর বাড়ি নদীর ওপারের বন্দরে। আগে নিয়মিতই এ পথে গাড়ি দিয়ে যাতায়াত করতাম, কিন্তু এখন ফেরি বন্ধ থাকায় গাড়ি নিতে পারি না। ফেরি বন্ধ থাকায় দুর্ভোগের কথা জানিয়ে তিনি বলেন, ৫ দিন আগে আমার চাচা গুরুত্বর অসুস্থ হন, কিন্তু ফেরির অভাবে অ্যাম্বুলেন্স তাকে নিয়ে দ্রæত হাসপাতালে যেতে পারেনি। মদনপুর ঘুরে দীর্ঘ সময় নিয়ে সেটি হাসপাতালে পৌঁছায়। সারাদেশেই যেহেতু সব খুলে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে পারাপারের জন্য শিগগিরই এই ফেরি চালু করার দাবি জানান তিনি। এ ব্যাপারে সড়ক ও জনপদ বিভাগের নবীগঞ্জ ফেরির দায়িত্বে থাকা কার্য-সহকারী হাবিবুর রহমান বলেন, এখানকার জেটিটি কিছুদিন আগে পানিতে ডুবে যাওয়ায় এখনো ফেরি চালু করা সম্ভব হয়নি। ঢাকা থেকে আমাদের টিম এসে পরিদর্শন করে গেছে। এখন আদেশ পেলে লোক পাঠানো হবে, তারপর পারাপার শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৯:১৮:৩৩   ৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ