সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ৭৯তম বৈঠক অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ৭৯তম বৈঠক অনুষ্ঠিত
বুধবার, ২১ মার্চ ২০১৮



---নিউজ২নারায়ণগঞ্জঃ দশম জাতীয় সংসদের সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ৭৯তম বৈঠক আজ জাতীয় সংসদের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীর বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠকে কমিটির সদস্য মোহাম্মদ আমানউল্লাহ, মোঃ রুস্তম আলী ফরাজী, আ,ফ,ম, রুহুল হক, মোঃ শামসুল হক টুক এবং, রেবেকা মমিন অংশগ্রহণ করেন।

বৈঠকে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (অগ্রণী ব্যাংক লিঃ) এর ২০১১-১২ অর্থ বছরের উপর মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের বার্ষিক অডিট রিপোর্ট এর অডিট আপত্তির অনুচ্ছেদ ৯,১২,১৩,১৪,১৫,১৬,১৭,১৮,১৯ ও ২০ নিয়ে আলোচনা হয় এবং অডিট আপত্তিগুলো কমিটি কর্তৃক প্রদত্ত নির্দেশনার আলোকে নিষ্পত্তির সুপারিশ করা হয়।

বৈঠকে চালু প্রতিষ্ঠানের নিকট থেকে টাকা আদায় না করায় ক্ষতি শ্রেণীকৃত ও মেয়াদোত্তীর্ণ ঋণ বাবদ ব্যাংকের ক্ষতি ৮ কোটি ১১ লক্ষ ৮৬ হাজার ৩ শত ৩০ টাকা মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি অনাদায়ী টাকা আদায় এবং আদায়কৃত টাকার প্রমাণক জমাদান সাপেক্ষে আপত্তিটি অনধিক ৯০ দিনের মধ্যে নিষ্পত্তির সুপারিশ করে।

বৈঠকে রপ্তানী ব্যর্থতায় সৃষ্ট ডিমান্ড লোনের টাকা পুনঃতফসিল সত্ত্বেও প্রকল্পের টাকা ও মেয়াদোত্তীর্ণ চলতি মূলধন ঋণের টাকা তদারকির অভাবে আদায় না হওয়ায় ব্যাংকের ক্ষতি ১৩ কোটি ১২ লক্ষ ২৭ হাজার ১শত ৯০ টাকা মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি দায়েরকৃত মামলা নিবিড় তদারকি, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণপূর্বক অনধিক ৯০ দিনের মধ্যে আপত্তিটি নিষ্পত্তির সুপারিশ করে।

বৈঠকে খুলনা মেটাল আন্ডাঃ লিঃ এর সিসি প্লেজ হিসেবে ডিপি ঘাটতি ২ কোটি ০৯ লক্ষ ৪৪ হাজার ৬ শত ৬১ টাকা এবং সিসি , এলটআর হিসেবে মেয়াদোত্তীর্ণ ঋণ বাবদ ক্ষতি ১২ কোটি ৪০ লাখ ৮৮হাজার ৩শত ৭৪ টাকা মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি অনাদায়ী ঋণ আদায়ে গ্রাহকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাসহ ঋণ বিতরণে অনিয়মের সাথে জড়িত কর্মকর্তাদের দায় দায়িত্ব নির্ধারণপূর্বক আপত্তিটি নিষ্পত্তির সুপারিশ করে।

বৈঠকে মেসার্স এম,আর,রাইস মিলস(প্রাঃ) লিঃ কে বিধিবহির্ভূতভাবে ঋণ মঞ্জুরকরত ঋণগ্রহীতা কর্র্র্তৃক ঋণের অর্থ অন্যত্র স্থানান্তরপূর্বক খেলাপীতে পর্যবসিত হওয়ায় ক্ষতি ৬ কোটি ১৫ লক্ষ ৪৯ হাজার ৫শত ৭টাকা মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি অনাদায়ী টাকা আদায় করে অগ্রগতি নিয়মিত অডিটকে জানানোর সুপারিশ করে।

বৈঠকে অনিয়মিতভাবে প্রকল্পে ঋণ বিতরণ এবং খেলাপী হওয়ার দীর্ঘদিন পরও ঋণের অর্থ আদায় না হওয়ায় ব্যাংকের ক্ষতি ১ কোটি ০২ লক্ষ ০৪ হাজার ৭ শত ৪০ টাকা মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি ঋণ প্রদানের জন্য দায়দায়িত্ব নির্ধারণপূর্বক দায়ী কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ, অনাদায়ী টাকা আদায় এবং মামলা নিবিড় তদারকির মাধ্যমে নিষ্পত্তির সুপারিশ করে।

বৈঠকে মুন্সিপাড়া শাখার ঋণগ্রহীতা মেসার্স এম,আর,ফ্লাওয়ার মিলস(প্রাঃ) লিঃ কে বিধিবহির্ভূতভাবে ঋণ মঞ্জুরকরত ঋণগ্রহীতা কর্র্র্তৃক ঋণের অর্থ অন্যত্র স্থানান্তরপূর্বক খেলাপীতে পর্যবসিত হওয়ায় ক্ষতি ৫ কোটি ৪৭ লক্ষ ৫০ হাজার ৪শত টাকা মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি অনাদায়ী টাকা আদায় করে অগ্রগতি নিয়মিত অডিটকে জানানোর সুপারিশ করে।

বৈঠকে মঞ্জুরী পত্রের শর্তানুযায়ী ঋণের টাকা সমন্বয় না হওয়ায় খেলাপী ঋণের সীমাতিরিক্ত দায়সহ মেয়াদোত্তীর্ণ ঋণ বাবদ ক্ষতি ৩ কোটি ১৬ লক্ষ ৯৪ হাজার ১ শত ১৮ টাকা এবং প্রকল্পের সম্ভাব্যতা ও ঝুঁকি বিবেচনা না করে মেসার্স উত্তরা হিমঘর লিঃ এর জামানতে দ্বিতীয় চার্জের বিপরীতে সিসি(প্লেজ) ঋণ প্রদান করায় এবং প্রতিষ্ঠানটির মূল উদ্যোক্তা দেশান্তরী হওয়ায় ও প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে খেলাপী গওয়া সত্ত্বে ও আইনী ব্যবস্থা গ্রহণ না করায় ব্যাংকের ক্ষতি ২ কোটি ৯৪ লক্ষ ৩৬ হাজার ৯শত ৩৪ টাকা মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি আপত্তি দু’টি অডিট অফিসের সন্তুষ্টি সাপেক্ষে নিষ্পত্তির সুপারিশ করে।

বৈঠকে সিএন্ডএজি মাসুদ আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ফজলে কবির, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মোঃ ইউনুসুর রহমান, অগ্রণী ব্যাংকের সিনিয়র কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ জাতীয় সংসদের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৫০:১৯   ৪৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ