বনানীতে তরুণীকে ধর্ষণ: ইভানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

প্রথম পাতা » ছবি গ্যালারী » বনানীতে তরুণীকে ধর্ষণ: ইভানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল
বৃহস্পতিবার, ২২ মার্চ ২০১৮



---জন্মদিনের কথা বলে বনানীর বাসায় ডেকে তরুণীকে ধর্ষণ মামলার একমাত্র আসামি বাহাউদ্দিন ইভানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আদালতের বনানী থানার নারী ও শিশু সংশ্লিষ্ট জিআর শাখায় এ অভিযোগপত্র দাখিল করেন বনানী থানার পুলিশ উপপরিদর্শক শরীফুল ইসলাম।

আদালতে বনানী থানার নারী ও শিশু সাধারণ শাখার নিবন্ধন কর্মকর্তা মান্নান এ তথ্য জানান।
আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ৪ জুলাই রাতে জন্মদিনের দাওয়াত দিয়ে বনানীর বাসায় নিয়ে এক তরুণীকে ধর্ষণ করে ইভান। এ অভিযোগে ধর্ষিত তরুণী নিজে বাদী হয়ে ৫ জুলাই রাজধানীর বনানী থানায় মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, বাহাউদ্দিন ইভানের সঙ্গে ১১ মাস ধরে ফেসবুকে বন্ধুত্ব হয় ধর্ষিত তরুণীর। এ বন্ধুত্বের সূত্র ধরে দুজনের ঘোরাঘুরি ও দেখাসাক্ষাৎ হয়। আর এই বন্ধুত্ব থেকেই চার মাস আগে প্রেমের সম্পর্ক শুরু হয়। ৪ জুলাই ইভান (আসামি) ফোন করে জানায় তার জন্মদিনের কথা। ওই জন্মদিনে সে তাদের সম্পর্কের কথা পরিবারকে জানাবে ও তরুণীকে পরিচয় করে দেবে। এরপর ৪ জুলাই রাত সাড়ে ১০টার দিকে ইভানের বাসায় যান ওই তরুণী।

বাসায় মা-বাবা কোথায় জানতে চাইলে ইভান বলেন, তারা (মা-বাবা) অসুস্থ, ঘুমিয়ে আছে। তাদের বিরক্ত করা উচিত হবে না। সকালে পরিচয় করিয়ে দেবে। বাসায় জন্মদিনের অনুষ্ঠানের কোনো আলামত না দেখে তরুণী ভয় পান।

চলে আসতে চাইলে ইভান তাতে বাধা দেন। ইভান ওই তরুণীকে রাতের খাবার ও নেশাজাতীয় দ্রব্য খাওয়ান। নেশা করতে রাজি না হলে ইভান ওই তরুণীকে বলেন- একদিন খেলে কিছু হয় না। এর পর রাত ১টার দিকে ইভানের ঘরে ওই তরুণীকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। ওই তরুণী চিৎকার শুরু করলে তার ব্যাগ রেখে রাত সাড়ে ৩টার দিকে বাড়ি থেকে বের করে দেয় ইভান।

গত বছরের ১২ জুলাই এ মামলায় রিমান্ড শেষে ঢাকার হাকিম আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সম্মতিতে শারীরিক সম্পর্ক স্থাপনের স্বীকার করেন ইভান।

মামলার পর দিন ৬ জুলাই বিকালে নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকায় খালার বাড়ি থেকে ইভানকে গ্রেফতার করে র‌্যাব।
183Shares

বাংলাদেশ সময়: ১৪:৪১:৩৮   ৪০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ