এপ্রিলের প্রথম সপ্তাহে পর্দা উঠবে বিশ্বে সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া টুর্নামেন্ট। আর এই আসরের প্রথম বারের মত ব্যবহার করা হবে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। আন্তর্জাতিক ক্রিকেট টি-টোয়েন্টিতেও এই ডিআরএস সিস্টেমটি নতুন। ২০১৭ সালে আইসিসি আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে এটি বাধ্যতামূলক করে।
ঘরোয়া টি-টোয়েন্টিতে সর্বপ্রথম পাকিস্তান সুপার লিগে (পিএসএলে) ২০১৭ সালের আসরে এই সিস্টেমের ব্যবহার করা হয়। এবার আইপিএলেও আসছে এই সিস্টেমটি।
ডিসিশন রিভিউ সিস্টেমে প্রতিটি দল তাদের ইনিংসে একটি করে রিভিও পাবে। তৃতীয় আম্পায়ার এর জন্য বল আল্ট্রা এজ এবং ট্র্যাকিংয়ের সুবিধা পাবে।
আগামী ৭ এপ্রিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্বাগতিক মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের ম্যাচের মধ্যে দিয়ে শুরু হবে আইপিএল। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে। দ্বিতীয় ম্যাচে দিল্লীর মুখোমুখি পাঞ্জাব। ফাইনাল ম্যাচের মধ্যে দিয়ে টুর্নামেন্টটির পর্দা নামবে আগামী ২৭ মে।
বাংলাদেশ সময়: ১৪:৪৭:৩৯ ৩২৭ বার পঠিত