ইউপি উপ-নির্বাচন নিয়ে সংঘর্ষে আহত ১০

প্রথম পাতা » খুলনা » ইউপি উপ-নির্বাচন নিয়ে সংঘর্ষে আহত ১০
বৃহস্পতিবার, ২২ মার্চ ২০১৮



---যশোরের শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়ন উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। বুধবার গভীর রাতে ইউনিয়নের বাহিলাপুতা গ্রামে এ ঘটনা ঘটে।

শার্শা পৌর যুবলীগ আহ্বায়ক সুকুমার দেবনাথ জানান, লক্ষণপুর ইউনিয়নের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারা খাতুন। আর চশমা প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন কামাল হোসেন। বুধবার গভীর রাতে আনোয়ারার কর্মীরা বাহিলাপুতা গ্রামে ভোট চাইতে গেলে তাদের ওপর হামলা করে বিদ্রোহী প্রার্থীর লোকজন। এসময় ৮-১০টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। দেশিয় অস্ত্র দিয়ে হামলা চালালে মেহেদী হাসান শিপন, আল-আমিন, মিশন, মনা, রিপন, শামীম, হাফিজুর, রুবেল, কাদু, লাল্টু ও আইজেল আহত হন। তাদের আটটি মোটরসাইকেল ভাংচুর করে পালিয়ে যায় হামলাকারীরা।

আহতদের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত চারজনকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসক এনকে আলম ও মনিরুজ্জামান লড বলেন, ‘বোমায় আহতদের এক্সরেসহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে দেয়া হয়েছে। ২৪ ঘণ্টা পার না হলে রোগীদের অবস্থা সম্পর্কে বলা যাবে না।

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান বলেন, ‘উপনির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ ও বোমা বিস্ফোরণের ঘটনায় ৮-১০ আহত হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৫২:০৭   ৩৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা: আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা
মাগুরায় হাজার বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩
সাতক্ষীরায় সীমান্তে ১৪৮টি আংটিসহ একজন আটক
খুলনায় হত‌্যা মামলায় একজনের ফাঁসির আদেশ
খুলনা-মংলা ব্রডগেজ লাইনের ৭৫ ভাগ কাজ সম্পন্ন
যশোর মণিরামপুরে যুবককে কুপিয়ে হত্যা
নড়াইলে সাংসদের স্ত্রীর বিরুদ্ধে মামলা
ভারতে পাচারকালে ২২ বাংলাদেশি উদ্ধার, গ্রেফতার ১
সাড়ে ৩ কোটি টাকা আত্মসাত করায় কর কর্মকর্তা চাকরিচ্যুত
সরকারি সম্পত্তি সুষ্ঠু নজরদারিতে ভূমি ডাটা ব্যাংক ব্যবহার করা হবে- ভূমিমন্ত্রী

আর্কাইভ