শেখ হাসিনা হত্যাচেষ্টা: ডেথ রেফারেন্স-আপিল শুনানির জন্য হাইকোর্টে

প্রথম পাতা » আইন আদালত » শেখ হাসিনা হত্যাচেষ্টা: ডেথ রেফারেন্স-আপিল শুনানির জন্য হাইকোর্টে
বৃহস্পতিবার, ২২ মার্চ ২০১৮



--- অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দশ জঙ্গির ডেথ রেফারেন্স ও আপিলের। মামলাটি শুনানির জন্য হাইকোর্টে পাঠিয়েছেন প্রধান বিচারপতি। বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ডেথ রেফারেন্স ও আপিলের ওপর এই শুনানি অনুষ্ঠিত হবে। বেঞ্চের আজকের দৈনন্দিন কার্যতালিকার ২১৫ নম্বর ক্রমিকে মামলাটি অন্তর্ভুক্ত রয়েছে।

২০০০ সালের ২২ জুলাই গোপালগঞ্জের কোটালিপাড়ায় শেখ লুৎফর রহমান সরকারি আদর্শ কলেজ মাঠ প্রাঙ্গণে জনসভার প্যান্ডেল তৈরির সময় ৭৬ কেজি ওজনের একটি শক্তিশালী বোমা পাওয়া যায়। এই মাঠে আয়োজিত জনসভায় অংশ গ্রহণের কথা ছিলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এই মামলায় গত ২০ আগস্ট দশ জঙ্গিকে ফায়ারিং স্কোয়াডে গুলি করে মৃত্যুদণ্ডের আদেশ দেয় ট্রাইব্যুনাল। ১৯৭৪ এর বিশেষ ক্ষমতা আইনের ১৫ (১) (এ) (বি) (সি)/২৫/(ডি) ধারায় দোষী সাব্যস্ত করে তাদের প্রত্যেককে এ দণ্ড দেয়া হয়।

দণ্ড প্রদানের রায়ে বলা হয়, বিস্ফোরক বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী ওই শক্তিশালী বোমার বিস্ফোরণ হলে এক কিলোমিটার ব্যাসার্ধ এলাকা ক্ষতিগ্রস্ত হতো। এতে হতাহত হয় শতশত মানুষ। এ ঘটনায় জড়িত আসামি মুফতি হান্নানসহ চারজন ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে জবানবন্দি দেন। শেখ হাসিনাকে হত্যা পরিকল্পনাকারীদেরও একজন ছিলেন মুফতি হান্নান।

প্রসঙ্গত, তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলার মামলায় মুফতি হান্নানের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৫৬:৩৩   ৩৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


এমসি কলেজে দলবেঁধে ধর্ষণ: আদালত পরিবর্তন চেয়ে হাইকোর্টে আবেদন
পিকে হালদারের সহযোগী শঙ্খ ব্যাপারী কারাগারে
নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ফের রাষ্ট্রপতির কাছে চিঠি
আর্থিক বিচারে এখতিয়ার বাড়লো সিভিল কোর্টের
সাবেক বিচারক শাহবাগ থানায় মেয়ের বিরুদ্ধে জিডি করলেন
কারাগারে ফরিদপুরের দুই ইউপি চেয়ারম্যান
নারী সাক্ষীর সঙ্গে অশোভন আচরণ করায় বিচারক প্রত্যাহার
রাজধানীতে মা-ছেলে হত্যা মামলায় স্বামীসহ ৩ জনের মৃত্যুদণ্ড
বিকৃত যৌন আচরণের শিকার হচ্ছে নারী ও শিশুরা
মাদক মামলায় পাপিয়া ও তার স্বামীর বিচার শুরু

আর্কাইভ