বীরকন্যা কাঁকন বিবির মরদেহ বাড়িতে, বিকেলে দাফন

প্রথম পাতা » ছবি গ্যালারী » বীরকন্যা কাঁকন বিবির মরদেহ বাড়িতে, বিকেলে দাফন
বৃহস্পতিবার, ২২ মার্চ ২০১৮



---বীর মুক্তিযোদ্ধা কাঁকন বিবির মরদেহ তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজারের জিরারগাঁও গ্রামে নিয়ে যাওয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় তাকে বহনকারী অ্যাম্বুলেন্স বাড়িতে গিয়ে পৌঁছায়। সেখানে স্থানীয় মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও এলাকাবাসী কাঁকন বিবির মরদেহে শ্রদ্ধা জানান। একমাত্র মেয়ে সকিনা বিবি বিষয়টি নিশ্চিত করেছেন।

কাঁকন বিবির একমাত্র মেয়ে সকিনা বিবি জানান, বাদ আসর জানাজার নামাজের পর সংগ্রামী এ নারী মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক গোরস্থানে চিরতরে সমাহিত করা হবে। সখিনা তার মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

এর আগে, একাত্তরের বীর মুক্তিযোদ্ধা কাঁকন বিবিকে শেষ শ্রদ্ধা জানান তার সহযোদ্ধারা। এরপর তাকে অশ্রুসিক্ত বিদায় জানানো হয় সিলেট থেকে। এ সময় কাঁকন বিবিকে নিয়ে আক্ষেপ করতে থাকেন সহযোদ্ধারা। তারা জানান, কাঁকন বিবি বীর প্রতীক উপাধি পেলেও গেজেট না হওয়ায় এখনো সুযোগ-সুবিধা পাননি তিনি। এই আক্ষেপ নিয়েই তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে।

বুধবার রাত সোয়া ১১টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রণাঙ্গনের এই সংগ্রামী নারী। এরপর রাতে তার মরদেহ রাখা হয়েছিল ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে। সেখান থেকে বৃহস্পতিবার সকালে তার মরদেহ সকাল ১০টার দিকে মেয়ে সখিনা বেগমের কাছে হস্তান্তর করা হয়।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একে মাহবুবুল হক জানান, রাত সোয়া ১১টার দিকে কাঁকন বিবি মারা যান। তিনি নিউমোনিয়াসহ জটিল রোগে ভুগছিলেন। লাইফ সাপোর্ট দেয়া হলেও তাকে বাঁচিয়ে রাখা সম্ভব হয়নি।

সকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের সামনে কাঁকন বিবির মরদেহে ফুলেল শ্রদ্ধা জানিয়ে শেষ বিদায় জানান হাসপাতালের পরিচালক। এ সময় তিনি সাংবাদিকদের জানান, এই বীর নারীকে চিকিৎসা দিতে পেরে ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষ গর্বিত।

একই সময় সিলেট মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে কাকন বিবির সহযোদ্ধারা তার কফিনে শেষ শ্রদ্ধা জানান। পরে সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করেন সিলেট মহানগর মুক্তিযোদ্ধা ইউনিটের প্রধান ভবতোষ রায় বর্মন রানা। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে তাকে বীর প্রতীক উপাধি দিলে অদৃশ্য কারণে তার নামে কোনো গেজেট হয়নি। যার ফলে কাঁকন বিবি জীবদ্দশায় সরকারের সুবিধা ভোগ করতে পারেননি।

গুরুতর অসুস্থ হয়ে রোববার সন্ধ্যায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলার একটি কেবিনে ভর্তি করা হয়েছিল বীর প্রতীক কাঁকন বিবিকে। সেখান থেকে মঙ্গলবার বিকেলে তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে ভর্তি করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৫:৩৬:৩৮   ৩৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ