প্রতিযোগিতার নাম স্টার ভয়েস কনটেন্ট। ইভেন্টটির অনুপ্রেরণা জনপ্রিয় শিল্পী নচিকেতা। জীবনমুখী গানের চেতনাকে সামনে রেখে নিজের কথা, সুর ও গাওয়া গান দিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করেছেন কণ্ঠশিল্পী, লেখক ও সাংবাদিক আমিরুল মোমেনীন মানিক।
ইউটিউব ভিত্তিক এই প্রতিযোগিতায় গান জমা পড়েছিলো ১৯২৫টি। সেখান থেকে চূড়ান্ত পর্বের জন্য উত্তীর্ণ হন ৫ জন।
মূল পর্বের সেলিব্রেটি জাজ প্রখ্যাত গীতিকবি শহীদুল্লাহ ফরায়েজী। স্টার মেকার জাজ হিসেবে রয়েছেন জনপ্রিয় লেখক, নাট্যকার ও গীতিকার অনুরূপ আইচ। স্টার ভয়েস জাজের আসনে থাকছেন লেখক, নাট্যকার ও গীতিকার রেজাউর রহমান রিজভী। চূড়ান্ত পর্বের বিচারকর্মের সমন্বয়ক কবি অাবিদ অাজম, তিনি রয়েছেন এ্যাসোসিয়েট জাজ হিসেবে।
সেভেন্টিওয়ান টেলিমিডিয়ার অায়োজনে স্টার ভয়েস কনটেস্টের ডিজাইন করেছেন জায়েদ হাসনাইন এবং মোজাম্মেল প্রধান।
কনটেস্ট এর মিডিয়া পার্টনার চেঞ্জ টিভি ও অাইচ নিউজ ডট কম।
এবার এই ৫ জনের মধ্য থেকে স্টার ভয়েস নির্বাচিত করতে ৬ এপ্রিল শুক্রবার রাজধানীর বাংলামোটরে বসছে চূড়ান্ত পর্বের স্বর্ণমঞ্চ। সন্ধ্যা ৬.৩০ মিনিটে শুরু হবে এ অায়োজন। এ স্বর্ণমঞ্চে উপস্থিত থাকবেন দেশের গুণীজনরা। থাকছে হৃদয়মুগ্ধ করা সাংস্কৃতিক পর্বও।
চূড়ান্ত পর্বের ৫ প্রতিযোগি হলেন: অাব্বাস খান (কোলকাতা), সাজ্জাদ মনির (ঢাকা), ইমতিয়াজ অাহমেদ ( নারায়নগঞ্জ), অাব্দুল্লাহ বিন ফয়েজ (ঢাকা) এবং এবি সিদ্দিক (লালমনিরহাট)।
নচিকেতা ও মানিকের গাওয়া কনটেস্ট এর থিম সংটি হলো: অায় ভোর অায় ভোর, তোর জন্য এই স্বপ্ন দেখা, দিন যায় রাত যায়, তোরই অপেক্ষায়, তোকে পেলেই পাবো মুক্তির রেখা।
বাংলাদেশ সময়: ১৫:৩৯:৩৩ ৩৮৯ বার পঠিত