বিরল রোগাক্রান্ত আব্বাসের চিকিৎসায় মেডিকেল বোর্ড

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিরল রোগাক্রান্ত আব্বাসের চিকিৎসায় মেডিকেল বোর্ড
শনিবার, ৩১ মার্চ ২০১৮



---মাদারীপুরের বিরল রোগে আক্রান্ত ১৩ বছরের কিশোর আব্বাস শেখের চিকিৎসায় রাজধানীর মালিবাগে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. এমএ বাকীকে সভাপতি করে ১৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

এ মেডিকেল বোর্ডের সভা রোববার (১লা এপ্রিল) বেলা ১১টায় হাসপাতালের ব্যবস্থপনা পরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে।

ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা সুব্রত মন্ডল আজ (শনিবার) সকালে প্রতিষ্ঠানটির চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) অধ্যক্ষ ডা. এমএ আজিজের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. এমএ আজিজ বলেন, বিরল রোগে আক্রান্ত কিশোর আব্বাস শেখের চিকিৎসায় ১৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ইতোমধ্যে বোর্ডের সদস্যেদের দাফতরিকভাবে তা জানানো হয়েছে। তারা সবাই রোববার বেলা ১১ টায় একটি যৌথসভা করার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, এ মেডিকেল বোর্ডে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ৭ জন ও অন্যান্য প্রতিষ্ঠানের ৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন।

এদিকে প্রতিষ্ঠানটির প্রশাসন বিভাগের উপ-পরিচালক ডা. আব্দুল মৃধা স্বাক্ষরিত এক আদেশে আব্বাস শেখের চিকিৎসায় ১৩ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসকের তালিকা প্রকাশ করা হয়েছে। তারা হলেন- ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. এমএ বাকী (বোর্ড সভাপতি), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন, ঢামেকের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পেডিয়েট্রিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. রুহুল আমিন, ডা. সিরাজুল ইসলাম মেডিকেলের এনেস্থেসিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মেহতাব আল ওয়াদুদ, মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. তারেক মাহমুদ ভূঞা, প্যাথলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এসএম খোদেজা নাহার বেগম, সাজারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. একেএম রুহুল আমীন, মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাবরীনা ইয়াসমীন, কার্ডিওলজি বিভাগের কনসালটেন্ট ডা. মোহাম্মদ সেলিম মাহমুদ, শিশু বিভাগের প্রধান ডা. রোজিনা আক্তার, ডার্মাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. তৌহিদা নূর এবং বিএসএমএমইউ’র ভাস্কুলার সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. রাকিবুল হাসান (অপু)।

উল্লেখ্য গত ১৯ ও ২০ ফেব্রুয়ারি বিরল রোগে আক্রান্ত মাদারীপুরের রাজৈর উপজেলার আব্বাস শেখকে নিয়ে বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) অধ্যক্ষ অধ্যাপক ডা. এম এ আজিজের নজরে আসে।

এরপর তিনি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. রুবাইত ইসলাম মন্টির পরামর্শে আব্বাসকে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার দায়িত্ব নেন। ২১ ফেব্রুয়ারি থেকে আব্বাস শেখ সেখানে চিকিৎসাধীন আছে।

বাংলাদেশ সময়: ১৩:৪৯:৪৪   ৪৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ