বড় জয়ে সিরিজের ফাইনালে বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » বড় জয়ে সিরিজের ফাইনালে বাংলাদেশ
সোমবার, ৯ এপ্রিল ২০১৮



---ভারত-বাংলাদেশ-নেপাল সম্মিলিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে ৮ উইকেটের বিশাল জয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট দল। এই নিয়ে টানা দুই ম্যাচেই জয় পায় বাংলাদেশ। দলের জয়ে বড় ভূমিকা রেখেছে মিঠুন।

এইদিন টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই নভীনকে মাত্র ৫ রানে আউট করে বাংলাদেশ। এরপর ব্যক্তিগত ৭ রানে স্বপনের বলে ক্যাচ আউটের স্বীকার হন দ্বিতীয় ব্যাটসম্যান রাজু। দলীয় সর্বোচ্চ ৩৪ রান করেন দিগান। শেষদিকে বিপিনের অপরাজিত ১৬ এবং মাগারের অপরাজিত ৯ রানে তিন উইকেটে ৭৮ রানে থামে নেপালের ইনিংস। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট পান স্বপন ও মোর্শেদ।

৭৯ রানের জবাবে ব্যাট করতে নেমে,শুরুটা দারুণ করেন বাংলাদেশের দুই ওপেনার মিঠু ও রিপন। ব্যক্তিগত ৯ রান করে সাজঘরে ফিরেন রিপন। শেষ পর্যন্ত মিঠুর অপরাজিত ৪৪ ও সাজ্জাদের অপরাজিত ১৬ রানে ভর করে ৮ উইকেট হাতে রেখে জয়ের দুয়ারে পৌঁছে যায় বাংলাদেশ। নেপালের হয়ে একটি করে উইকেট লাভ করেন শ্রেষ্ঠ ও বিশু।

আগামী ১০ এপ্রিল গান্ধী পার্কে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। আগামীকাল নেপাল এবং ভারতের মধ্যকার ম্যাচ দিয়ে নির্ধারিত হবে দ্বিতীয় ফাইনালিস্ট দল।

বাংলাদেশ সময়: ১২:৪৪:৪৭   ২৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফিরলেন লিটন, নতুন মাইলফলক সাকিবের
জয় তুলে দ্বিতীয় স্থানে উঠে এলো বার্সা
উইন্ডিজদের বিপক্ষে মুকিদুলের চার উইকেট
একদিন আগেই দ. আফ্রিকাকে হারিয়েছে পাকিস্তান
আবাহনী-মোহামেডান লড়াই আজ
সাকিব-তামিম-মাশরাফি পাচ্ছেন সেরা করদাতার পুরস্কার
বড় জয়ে পরের রাউন্ডে টটেনহাম
ল্যাম্পার্ড: চেলসির নায়ক থেকে খল নায়ক
বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আর্কাইভ