কুমিল্লার মামলায় খালেদা জিয়ার জামিন নামঞ্জুর

প্রথম পাতা » আইন আদালত » কুমিল্লার মামলায় খালেদা জিয়ার জামিন নামঞ্জুর
মঙ্গলবার, ১০ এপ্রিল ২০১৮



---কুমিল্লায় বাসে পেট্রোল বোমা হামলায় ৮ জন নিহতের মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করেছে আদালত। পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী খালেদা জিয়ার আইনজীবীদের করা জামিন আবেদনের শুনানি ছিল মঙ্গলবার। এদিন শুনানি শেষে কুমিল্লার ৫ নং আমলী আদালতের বিচারক সিনিয়ির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাইন বিল্লাহ এ আদেশ দেন। বেগম খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও অ্যাডভোকেট কাইমুল হক রিংকু এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এরপর অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া প্রেস ব্রিফ্রিংয়ে সাংবাদিকদেরকে বলেন, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে কুমিল্লা চৌদ্দগ্রামে পেট্রোল বোমা মেরে কারা বাসে আগুন দিয়েছে, সেই প্রমাণ আমাদের কাছে। ৮ জন নিহতের মামলায় বেগম খালেদা জিয়া নির্দোষ, তিনি আজ রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আজ যেহেতু আদালত খালেদার জামিন জামিন দেয়নি, এই আদেশের কারণে আমরা কুমিল্লা জেলা জজের কাছে জামিন আবেদন করবো। আশাকরি জেলা জজের কাছে আমরা খালেদার জামিন পাবো। জামিন আবেদনের দিন ধার্য্য পরবর্তীতে জানয়ে দেয়া হবে।

উল্লেখ্য, গত ১২ মার্চ খালেদা জিয়ার আইনজীবীরা হাজিরা পরোয়ানা (প্রোটেকশন ওয়ারেন্ট) প্রত্যাহার ও জামিন আবেদন করেছিল। আদালত রাষ্ট্রপক্ষকে খালেদা জিয়াকে কেন হাজির করা হয়নি জানতে চাইলে রাষ্ট্রপক্ষ জানায়, খালেদা জিয়ার অসুস্থতার কারণে তাকে আদালতে হাজির করা সম্ভব হয়নি।

১২ মার্চ গুলশান থানার ওসির আবেদনের প্রেক্ষিতে কুমিল্লার ৫নং আমলী আদালতের বিচারক মুস্তাইন বিল্লাহ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ২৮ মার্চ হাজিরার নির্দেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রোল বোমা ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এতে আটজন যাত্রী দগ্ধ হয়ে মারা যান, আহত হন ২০ জন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে ৭৭জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ছয়জন নেতাকে হুকুমের আসামি করা হয়। ৭৭ জন আসামির মধ্যে তিনজন মারা যান, পাঁচজনকে চার্জশিটকে থেকে বাদ দেয়া হয়। খালেদা জিয়াসহ অপর ৬৯ জনের বিরুদ্ধে কুমিল্লা আদালতে তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক ফিরোজ হোসেন চার্জশিট দাখিল করেন।

বাংলাদেশ সময়: ১৫:২২:০২   ৪৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


এমসি কলেজে দলবেঁধে ধর্ষণ: আদালত পরিবর্তন চেয়ে হাইকোর্টে আবেদন
পিকে হালদারের সহযোগী শঙ্খ ব্যাপারী কারাগারে
নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ফের রাষ্ট্রপতির কাছে চিঠি
আর্থিক বিচারে এখতিয়ার বাড়লো সিভিল কোর্টের
সাবেক বিচারক শাহবাগ থানায় মেয়ের বিরুদ্ধে জিডি করলেন
কারাগারে ফরিদপুরের দুই ইউপি চেয়ারম্যান
নারী সাক্ষীর সঙ্গে অশোভন আচরণ করায় বিচারক প্রত্যাহার
রাজধানীতে মা-ছেলে হত্যা মামলায় স্বামীসহ ৩ জনের মৃত্যুদণ্ড
বিকৃত যৌন আচরণের শিকার হচ্ছে নারী ও শিশুরা
মাদক মামলায় পাপিয়া ও তার স্বামীর বিচার শুরু

আর্কাইভ