অসুস্থ লিপি ওসমানের জন্য দোয়া চাইলেন শামীম ওসমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » অসুস্থ লিপি ওসমানের জন্য দোয়া চাইলেন শামীম ওসমান
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০



---

হঠাৎ অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের এমপি শামীম ওসমানের স্ত্রী লিপি ওসমান। অসুস্থ স্ত্রী সালমা ওসমান লিপির জন্য আবারো নারায়ণগঞ্জ তথা দেশবাসীর কাছে দোয়া ভিক্ষা চেয়েছেন শামীম ওসমান। গতকাল বুধবার সকালে তিনি বলেন, গত তিন মাস ধরে আমি ছাড়া পরিবারের সকল সদস্যই অসুস্থ হয়েছেন। করোনায় আক্রান্ত হয়েছেন। আমি মনে করি মহান আল্লাহ সুবানাতালা আমাদের পরীক্ষা নিচ্ছেন। আমি সবার দোয়া ভিক্ষা চাই।

গত মাসের মাঝামাঝি সে (লিপি ওসমান) করোনায় আক্রান্ত হয়েছিল। এরপর ছেলে অয়ন ওসমান, তার স্ত্রী ও নাতি করোনায় আক্রান্ত হয়। পরবর্তীতে আল্লাহর রহমতে ও মানুষের দোয়ায় তারা একে একে সুস্থ হয়ে উঠে। কিন্ত গত কয়েকদিন আগে আকষ্মিকভাবে লিপি ওসমান অসুস্থ হয়ে পড়লে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এখন আমাদের মানুষের দোয়া দরকার। আল্লাহ মানুষের দোয়া কবুল করেন। আমি আমার স্ত্রীসহ পরিবারের সকল সদস্যের জন্য দোয়া ভিক্ষা চাচ্ছি।পরশুদিন শুক্রবার। জুমআর দিন। পবিত্র এই দিনে আপনাদের কারো না কারো হাতের উছিলায় মহান আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমার স্ত্রীকে সুস্থ করে তুলবেন। শামীম ওসমান বলেন, এ পর্যন্ত মানুষের দোয়া ও মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে সুস্থ হয়েছেন পরিবারের অন্যান্য সদস্যরা। আমাকেও আপনাদের দোয়ায় আল্লাহ সুবহানাতালা এখন পর্যন্ত সুস্থ রেখেছেন। তাই আমি সবার কাছে দোয়া ভিক্ষা চাই।

উল্লেখ্য করোনা সঙ্কটে নারায়ণগঞ্জের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে ‘মমতাময়ী মা’ উপাধি পেয়েছেন জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের এমপি শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান লিপি। করোনার প্রার্দুভাব শুরু হওয়ার প্রথম থেকেই তিনি কর্মহীন, দু:স্থ ও অসহায় মানুষের বাড়ি বাড়ি খাদ্য সহায়তা পৌছে দিয়েছেন। করোনার ভয়বহতায় মানুষের কাছাকাছি যেতেন না পারলেও বিভিন্ন মাধ্যমে অসহায় মানুষের খোঁজ নিয়েছেন। অনেকে তাকে ফোন করেও তাদের অসহায়ত্বের কথা বলেছেন। তিনি সাথে সাথে সেই অসহায় মানুষের বাসায় স্বেচ্ছাসেবীর মাধ্যমে সহায়তা দিয়েছেন। সব শেষে গত মাসে নিজে করোনায় আক্রান্ত হয়েও নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল দেওভোগ এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত প্যারালাইজড রোগী কাবিলের বাড়িতে স্বেচ্ছাসেবী পাঠিয়ে আর্থিক সহায়তা দান করেন। এবং নিজে কাবিলের স্ত্রী নুপুরের সঙ্গে মুঠোফোনে কথা বলে শান্তনা দিয়েছেন। অসহায় খেলোয়ারের পাশে দাঁড়িয়েছেন লিপি ওসমান। তার সহযোগিতায় ওই খেলোয়ার আবারো মাঠে ফিরে এসেছে। এমন অনেক উদাহরন সৃষ্টি করে লিপি ওসমান ‘মমতাময়ী মা’ উপাধি পেয়েছেন।

বাংলাদেশ সময়: ২৩:২৯:৩৬   ১৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ