ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মঙ্গলবার নিজেদের চতুর্থ ম্যাচে অবশেষে জয়ের দেখা পায় মুম্বাই ইন্ডিয়ান্স। ওয়াংখেড়ে স্টেডিয়ামে কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৪৬ রানে হারিয়েছে মুম্বাই। আগের তিন ম্যাচে বল হাতে মোস্তাফিজ ছিল দুর্দান্ত। কিন্তু মুম্বাই হেরেছিলো। কিন্তু এই ম্যাচে অতিরিক্ত রান দেবার পাশাপাশি মোস্তাফিজ ছিলেন উইকেট শূন্য।
এদিন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। ম্যাচটিতে মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষে ৫২ বল খেলে ৯৪ রান করেন অধিনায়ক রোহিত শর্মা। এই রান করার পথে তিনি ১০টি চার ও পাঁচটি ছক্কা হাঁকান। এছাড়া ৪২ বল খেলে ৬৫ রান করেন এভিন লিউইস। পাঁচ বল খেলে ১৭ রান করে অপরাজিত থাকেন হার্দিক পান্ডিয়া।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পক্ষে উমেশ যাদব ২টি, ক্রিস ওয়েকস ১টি ও কোরি অ্যান্ডারসন ২টি করে উইকেট নেন।
২১৪ রানের জবাবে ব্যাট করতে নেমে, নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রানে থেমে যায় ব্যাঙ্গালুরুর ইনিংস। ব্যাট হাতে এদিন উজ্জ্বল ছিলেন অধিনায়ক বিরাট কোহলি। ওপেনিং করতে নেমে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন তিনি। ৬২ বলে করেন ৯২ রান। তার ইনিংসটি সাজানো ছিল ৭ চার এবং চার ছক্কায়। দলের পক্ষে কোহলি ছাড়া আর কোন ব্যাটসম্যান আর জলে উঠতে পারেন নি।
মু্ম্বায়ের পক্ষে ৩ টি উইকেট পান পান্ডিয়া। আর চার ওভার বোলিং করে ৫৫ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।
সংক্ষিপ্ত স্কোর
মুম্বাই ইন্ডিয়ান্স ইনিংস: ২১৩/৬ (২০ ওভার)
(সূর্যকুমার যাদব ০, এভিন লিউইস ৬৫, ইশান কিষাণ ০, রোহিত শর্মা ৯৪, ক্রুনাল পান্ডিয়া ১৫, কাইরন পোলার্ড ৫, হার্দিক পান্ডিয়া ১৭*, মিচেল ম্যাকক্লেনাঘান ০*; উমেশ যাদব ৩৬/২,ক্রিস ওয়েকস ৩১/১।)
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ১৬৭/৮ (২০ ওভার)
(কোহলি ৯২, ডি কক ১৯,ভিরিয়ার্স ১, মানডিপ ১৬, ওয়াকেস ১১; পান্ডিয়া ২৮/৩, বুমরা ২৮/২, মোস্তাফিজ ৫৫/০)
ফলাফল: ৪৬ রানে জয়ী মুম্বাই ইন্ডিয়ান্স।
ম্যাচ সেরা: রোহিত শর্মা(মুম্বাই)
বাংলাদেশ সময়: ১৩:০১:৫৮ ২৩৯ বার পঠিত