কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে ডাকাত’ নিহত

প্রথম পাতা » চট্টগ্রাম » কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে ডাকাত’ নিহত
বুধবার, ১৮ এপ্রিল ২০১৮



---কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রুবায়েত হোসেন বাবুল নামে ব্যক্তি নিহত হয়েছেন, যিনি ডাকাত দলের সদস্য বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি। এ সময় চার পুলিশ আহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। নিহত বাবুল নরসিংদীর মাধবদী উপজেলার বিরামপুর গ্রামের ইমাম হোসেনের ছেলে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, গত ১১ এপ্রিল দাউদকান্দি থেকে রপ্তানিমুখী কাপড় বোঝাই একটি কাভার্ডভ্যান ছিনতাই হয়। তিনদিন পর কাভার্ডভ্যানটি ঢাকা থেকে উদ্ধার করে পুলিশ। ছিনতাইয়ের সঙ্গে জড়িত অভিযোগে গত ১৬ এপ্রিল ঢাকার উত্তরা থেকে ডাকাত রুবায়েত হোসেন বাবুল এবং মারুফ আহম্মদ লাভলুকে গ্রেপ্তার করা হয়।

ডাকাতির সঙ্গে জড়িত অন্যদের ধরতে গতকাল রাত আড়াইটার দিকে এই দুজনকে নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়পুর এলাকায় যায় পুলিশ। সেখানে আগে থেকে অবস্থান নেয়া ডাকাতের একটি দল পুলিশকে দেখামাত্র গুলি করতে থাকে। পুলিশও তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় বাবুল কৌশলে পালানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বাবুল মারা যায়।

ডাকাতদের সঙ্গে গোলাগুলির সময় দাউদকান্দি থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার, এএসআই প্রদীপ দাস, কনস্টেবল ইব্রাহীম ও সোহরাব আহত হয় বলে জানায় পুলিশ। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পাইপগান ও গুলি উদ্ধার করার কথা জানায় আইনশৃঙ্খলা বাহিনীটি।

নিহত বাবুলের বিরুদ্ধে নারায়ণগঞ্জ ও নরসিংদী থানায় আটটি ডাকাতির মামলাসহ ২২টি মামলা রয়েছে। ডাকাতির ঘটনায় আটক অপর ডাকাত সদস্য লাবলু মাধারীপুর জেলার শিবচর উপজেলার চর বাহাদুরপুর গ্রামের আইনাল হকের ছেলে। তার বিরুদ্ধেও পাঁচটি মামলা রয়েছে।

নিহতের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে দাউদকান্দি থানায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৩:০৮:১৪   ৩০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ফিরলেন লিটন, নতুন মাইলফলক সাকিবের
চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ছাড়ালো
গুলির উৎস খুঁজতে গিয়ে মিলল অস্ত্রের কারখানা!
ফেনী শর্শদীর ইউপি চেয়ারম্যান সাময়িক বহিষ্কৃত
চট্টগ্রামের নির্বাচনেও মাঠে ছিল না বিএনপি - তথ্যমন্ত্রী
সহিংসতা-সংঘর্ষ-ইভিএম ভাঙচুর: ২ কেন্দ্রের ভোট স্থগিত
অপহরণের ৫ দিন পর মাদরাসাছাত্র উদ্ধার, আটক বাবুর্চি
চট্টগ্রামে আওয়ামী লীগ প্রার্থীর স্ত্রীর ওপর বিএনপির হামলা
মধ্যরাতে বন্যহাতির তাণ্ডব, প্রাণ গেল ২ কিশোরের
বিত্ত কখনো রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারে না - তথ্যমন্ত্রী

আর্কাইভ