নারায়ণগঞ্জে নারীসহ তিন ‘জেএমবি’ সদস্য আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে নারীসহ তিন ‘জেএমবি’ সদস্য আটক
বুধবার, ১৮ এপ্রিল ২০১৮



---নারায়ণগঞ্জের বন্দর এলাকায় অভিযান চালিয়ে নারীসহ তিনজনকে আটক করেছে র‌্যাব, যারা নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীটি।

বুধবার দুপুর ১২টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ এর সিনিয়র পরিচালক সিনিয়র এএসপি শেখ বিল্লাল হোসেন এ তথ্য জানান।

আটকেরা হলেন সোনারগাঁওয়ের জান্নাতুল নাঈম মিতু এবং চট্টগ্রামের রাউজান এলাকার মেহেদী হাসান মাসুদ ও নোয়াখালীর হাতিয়া এলাকার আকবর হোসেন সুমন।

র‌্যাব জানায়, গত ২ এপ্রিল সোনারগাঁওয়ের মো. নুরুল ইসলাম র‌্যাব-১১ কার্যালয়ে এসে একটি লিখিত অভিযোগ করেন। সেখানে তিনি জানান, তার মেয়ে জান্নাতুল নাঈম মিতু জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত। রাষ্ট্রবিরোধী ও নাশকতামূলক কর্মকাণ্ডে অংশ নিতে দুই বছরের শিশু সন্তান রোজা আক্তারকে নিয়ে গত ৩১ মার্চ বাসা থেকে বের হয়ে যান। এজন্য মিতুকে দ্রুত আইনের আওতায় আনার অনুরোধ জানায় তিনি। এর প্রেক্ষিতে র‌্যাব-১১ কর্তৃক গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করাসহ নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে একাধিক অভিযান পরিচালনা করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে মিতু জানায়, ২০১৬ সালের জুলাইয়ে ফেসবুক আইডি আল্লাহর সৈনিকের মাধ্যমে মেহেদী হাসান মাসুদের সঙ্গে তার পরিচয় হয়। মেহেদী তাকে বিশ্বের বিভিন্ন দেশে নির্যাতিত মুসলিমদের পক্ষে কাজ করার আহবান জানিয়ে জসিমউদ্দিন রাহমানির উগ্রবাদী বক্তব্য সম্বলিত বিভিন্ন বক্তব্য সরবরাহ করেন। এতে ধীরে ধীরে উগ্রবাদে আকৃষ্ট হলে মিতুকে জেএমবির দাওয়াত দেয়া হয়। এছাড়াও নামায আদায় না করলে ও দাঁড়ি না রাখলে তার স্বামীকে পরিত্যাগ করা উচিত বলেও ফতোয়া দেন।

র‌্যাবকে মিতু আরও জানায়, মাসুদ বাংলাদেশ সরকার ও তাগুত বাহিনীর বিরুদ্ধে লড়াই করে শহীদ হওয়ার আহ্বান জানালে মিতু তাতে সাড়া দেয়। এরপর থেকে মিতু তার ফেসবুক আইডি ‘‘এসো ইসলামের পথে’’ এবং ‘‘আলোর পথ ইসলাম’’ থেকে বিভিন্ন যুদ্ধ, অস্ত্র ও গোলাবারুদের স্থিরচিত্র এবং ভিডিওসহ বিভিন্ন উগ্রবাদী মতবাদ প্রচার করতে থাকে। কাছের বন্ধু-বান্ধবদের জিহাদের দাওয়াত দেওয়া শুরু করে। এক পর্যায়ে তারা নারায়ণগঞ্জ, কুমিল্লা ও ঢাকার কয়েকজন জেএমবি সদস্যের সঙ্গে যোগাযোগ করে সংগঠনের কর্মী সংগ্রহের জন্য দেশের বিভিন্ন স্থানে সফরের পরিকল্পনা নেয়। এ লক্ষেই তারা নারায়ণগঞ্জে একত্রিত হয়েছিল বলে জিজ্ঞাসাবাদে জানায়।

মিতু ২০১৭ সালে মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পাস করেছে এবং একই কলেজে এইচএসসিতে অধ্যয়নরত। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে র‌্যাব জানায়।

বাংলাদেশ সময়: ১৩:৩২:১৩   ৩৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ