ফতুল্লায় নয়জনকে অচেতন : সর্বস্ব লুটে নেয়া সেই দম্পতি গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় নয়জনকে অচেতন : সর্বস্ব লুটে নেয়া সেই দম্পতি গ্রেফতার
বুধবার, ১৮ এপ্রিল ২০১৮



---ভাড়াটিয়া সেজে ফতুল্লায় বাড়ির মালিকসহ একই পরিবারের নয়জনকে নেশাজাত দ্রব্য খাইয়ে অচেতন করে সর্বস্ব লুটে নেয়ার ঘটনায় এক দম্পতিকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (১৭ এপ্রিল) রাতে রাজধানীর মান্ডা এলাকার জালাল মিয়ার ৬ষ্ঠ তলা ভবনের ৪র্থ তলারেএকটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে স্বর্ণালংকারসহ ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বরিশালের মেহেন্দিগঞ্জ থানার সিন্নিরচর এলাকার মৃত জনু মিয়ার ছেলে কবির হোসেন (৪০) এবং তার স্ত্রী রাশিদা বেগম (২৭)।

তাঁদের গ্রেফতারের সত্যতা স্বীকার করেছেন ফতুল্লা মডেল থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের। তিনি জানিয়েছেন, ভাড়াটিয়া সেজে বাড়ির মালিককে অচেতন করে সর্বস্ব লুটে নেয়াই এই দম্পতির পেশা।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, তথ্য-প্রযুক্তির মাধ্যমে ঢাকার দক্ষিণ মান্ডা এলাকার জালালের বাড়িতে অভিযান চালিয়ে ওই দম্পতিকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুই জোড়া স্বর্ণের দুল, একটি চেইন, একটি ল্যাপটপ, একটি ক্যামেরা, ৬ পাতা অচেতনকরণের ওষুধসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৩ এপ্রিল রাতে ফতুল্লার দেলপাড়া কলেজ রোড এলাকার বাড়ির মালিক সেনা কর্মকর্তা আলি আহম্মেদকে সপরিবারে দাওয়াত দিয়ে খাবারের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে একই পরিবারের নয়জনকে অচেতন করে সর্বস্ব লুটে নিয়ে পালিয়ে যায় ভাড়াটিয়া ওই দম্পতি। পরে বাড়ির অন্য ভাড়াটিয়ারা তাদের অজ্ঞান অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করে। সুস্থ হয়ে বাড়ির মালিক আলি আহম্মেদ বাদী হয়ে এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৯:৪৫:৪৪   ৪৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ