না.গঞ্জে দুই জঙ্গির ২০ বছরের জেল

প্রথম পাতা » ছবি গ্যালারী » না.গঞ্জে দুই জঙ্গির ২০ বছরের জেল
বুধবার, ১৮ এপ্রিল ২০১৮



---সোনারগাঁ থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর দুই সদস্য সাইফুল ইসলাম ও মফিজুল ইসলামকে ২০ বছর করে কারাদণ্ড দিয়েছে নারায়ণগঞ্জের একটি আদালত।

এছাড়া রায়ে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। বুধবার (১৮ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ বিশেষ ট্রাইব্যুনাল-৭ এর বিচারক মো. আবদুল হান্নান এই রায় ঘোষণা করেন। এ সময় আসামিরা আদালতেই উপস্থিত ছিলেন।

মামলাটির রাষ্ট্রপক্ষের আইনজীবী ও নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) জাসমিন আহমেদ জানান, যাবতীয় আইনি প্রক্রিয়া শেষে ১১ এপ্রিল রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেছিলন আদালত। রায়ে দুই জেএমবি সদস্যের ২০ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। ইতিমধ্যে একটি মামলায় আসামি সাইফুলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়াও একাধিক মামলায় সাইফুলের বিরুদ্ধে সাজা হয়েছে।

জানা গেছে, ২০০৬ সালের ২৯ ডিসেম্বর টাঙ্গাইল জেলার বায়না বাইপাস সড়কে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ জেএমবি সদস্য সাইফুলকে গ্রেফতার করে। পরে তাঁর দেয়া তথ্যমতে ২০০৭ সালের ১ জানুয়ারি সোনারগাঁয়ের কোনাবাড়ি এলাকার মফিজুলের বাড়িতে অভিযান চালিয়ে ১৯টি দেশীয় হ্যান্ডগ্রেনেড বডি, ৩১ প্যাকেট পাওয়ার জেল উদ্ধার করে র‌্যাব সদর দফতরের গোয়েন্দা বিভাগ। এই অভিযানের নেতৃত্বে ছিলেন মেজর আতিকুর রহমান। এ ঘটনায় র‌্যাব’র ডিএডি আব্দুস সালাম বাদী হয়ে সোনারগাঁ থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৯:৪৯:০০   ৩৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ