বিএসএমএমইউতে প্রথম সফল বোনমেরু ট্রান্সপ্ল্যান্ট

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএসএমএমইউতে প্রথম সফল বোনমেরু ট্রান্সপ্ল্যান্ট
বুধবার, ১৮ এপ্রিল ২০১৮



---বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর হেমাটোলজি বিভাগে বোনমেরু ট্রান্সপ্ল্যান্ট ইউনিটে ইফতে আরা (৪৮) নামে ব্লাড ক্যান্সারে আক্রান্ত এক রোগীর দেহে প্রথম সফলভাবে বোনমেরু ট্রান্সপ্ল্যান্ট (অস্থিমজ্জা প্রতিস্থাপন) সম্পন্ন হয়েছে।

রংপুরের চিলমারির বাসিন্দা ইফতে আরা মাল্টিপল মায়োলামা নামক ব্লাড ক্যান্সারে ভুগছিলেন। ১ এপ্রিল তার দেহে ‘অটোলোগাস’ পদ্ধতিতে সফলভাবে অস্থিমজ্জা প্রতিস্থাপন করা হয়।

হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মাসুদা বেগম কে জানান, বিএসএমএমইউতে বোনমেরু ট্রান্সপ্ল্যান্ট করে সুস্থ হয়ে ইফতে আরা বুধবার গ্রামের বাড়ি ফিরেছে।

তার চিকিৎসায় আনুমানিক পাঁচ লাখ টাকা ব্যয় হয়। তিনি দুই সপ্তাহ পরে ফলোআপ চিকিৎসার জন্য বিএসএমএমইউতে আসবেন বলে তিনি জানান।

হেমাটোলজি বিভাগের চিকিৎসকরা জানান, অস্থিমজ্জা হচ্ছে হাড়ের মধ্যে থাকা এক ধরনের নরম টিস্যু। আর স্টেমসেল হচ্ছে অস্থিমজ্জায় থাকা অপরিণত কোষ, যা শরীরে প্রয়োজনীয় রক্তকণিকা বাড়াতে কাজ করে।

ট্রান্সপ্লান্ট প্রক্রিয়ায় ক্যান্সার রোগীর আক্রান্ত বোনমেরু কেমোথেরাপির মাধ্যমে নষ্ট করে শরীর থেকে নেয়া স্টেমসেল রক্তে প্রবেশের মতো করেই শরীরে প্রবেশ করানো হয়। এক্ষেত্রে অস্ত্রোপচারের প্রয়োজন হয় না। দুই থেকে তিন সপ্তাহের মধ্যে স্টেমসেলগুলো থেকে নতুন রক্তকণিকা তৈরি হতে শুরু করে।

উল্লেখ্য বিএসএমএমইউ-এর সাবেক ভিসি অধ্যাপক কামরুল হাসান খানের উদ্যোগে ২০ মার্চ হেমাটোলজি বিভাগে বোনমেরু ট্রান্সপ্লান্ট ইউনিটটি উদ্বোধন করা হয়। বিএসএমএমইউ-এর সাবেক ভিসি অধ্যাপক ডা.কামরুল হাসান খান বলেন, ভিসি হিসেবে তিন বছরের দায়িত্ব পালনকালে দেশের একমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয়কে ঢেলে সাজাতে অনেকগুলো পরিকল্পনা মাথায় নিয়ে কাজ শুরু করেছিলেন। পরিকল্পনাগুলোর মধ্যে বিএসএমএমইউতে আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ বোনমেরু ট্রান্সপ্ল্যান্ট ইউনিট স্থাপন ও ইউনিটে বোনমেরু প্রতিস্থাপনের স্বপ্ন দেখেছিলেন। বিএসএমএমইউতে প্রথম কোনো রোগীর দেহে সফল বোনমেরু ট্রান্সপ্ল্যান্ট হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:০৫:১৪   ৪১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ