১২‘শ কেজি অবৈধ জাটকা মাছ জব্দ করেছে কোষ্টগার্ড,পাগলা স্টেশনের সদস্যরা। ১৮ এপ্রিল ভোরে বুড়িগঙ্গা নদীতে এমভি রাসেল-৫ লঞ্চে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় জাটকাগুলো আটক করা হয়।
কোষ্টগার্ড পাগলা স্টেশনের সাঃ লেঃ বিএন এম এম আসিফ স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, স্টেশান কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার শেখ মাহমুদ হাসান এর তত্ত্বাবধানে টীম লিডার পেটি অফিসার এম এ জলিল এর নেতৃত্বে একটি বিশেষ অপারেশান দল গোপন সংবাদের ভিত্তিতে ১৮ এপ্রিল বুধবার ভোরে কাঠপট্রি এলাকায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহি লঞ্চ এমভি রাসেল-৫ এ অভিযান চালায়।
এ সময় লঞ্চের ডেক থেকে মালিকবিহীন অবস্থায় ১২‘শ কেজি অবৈধ জাটকা মাছ জব্দ করে। যার মূল্য আনুমানিক ৩ লাখ ৬০ হাজার টাকা হতে পারে। আটককৃত জাটকাগুলো মোজাম্মেল হক ক্ষেত্র সহকারী, সিনিয়র উপজেলা মৎস্য কার্যালয়, নারায়নগঞ্জ সদর এর মাধ্যমে ১৪টি মাদ্রাসা/এতিমখানা এবং স্থানীয় গরীব ও দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়।
কোস্ট গার্ড স্টেশান পাগলার স্টেশান কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার শেখ মাহমুদ হাসান বিএন বলেন, আগামী দিনগুলোতেও বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর এইরূপ অভিযান অব্যাহত থাকবে। জাটকা নিধন প্রতিরোধ নিশ্চিতকরণ ও জাতীয় স্বার্থ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড অঙ্গীকারাবদ্ধ।
বাংলাদেশ সময়: ২০:২০:৫০ ২৯২ বার পঠিত