সুন্দরবনে জাহাজডুবি বন্ধে সবাইকে জবাবদিহিতার আওতায় আনার দাবি

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুন্দরবনে জাহাজডুবি বন্ধে সবাইকে জবাবদিহিতার আওতায় আনার দাবি
বৃহস্পতিবার, ১৯ এপ্রিল ২০১৮



---সুন্দরবনে জাহাজডুবির মূল কারণ কর্তৃপক্ষের অবহেলা, অব্যবস্থাপনা এবং জবাবদিহিতার অভাব। সুন্দরবনের জাহাজডুবি ও আগুন লাগা রোধে সুন্দরবনের ভেতর দিয়ে সকল ধরনের ভারী ও বাণিজ্যিক যান চলাচল নিষিদ্ধসহ সমাজের নানা শ্রেণি-পেশার প্রতিনিধিদের নিয়ে একটি জাতীয় সুন্দরবন সুরক্ষা সেল গঠন করতে হবে।

বৃহস্পতিবার রাজধানীর কলাবাগান পবা কার্যালয়ে অনুষ্ঠিত ‘রেল দুর্ঘটনা ও সুন্দরবনে জাহাজডুবির কারণ ও করণীয়’ শীর্ষক আলোচনা সভা থেকে এসব কথা বলা হয়।

পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডেজিনাস নলেজ (বারসিক) ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্ট যৌথভাবে এই সভার আয়োজন করেন।

সুন্দরবনে জাহাজডুবি বিষয়ে বারসিকের সমন্বয়কারী গবেষক পাভেল পার্থ উপস্থাপনপত্র উত্থাপন করেন।

অনুষ্ঠানে লিখিত বক্তব্যে বলা হয়, জাহাজডুবির ফলে সুন্দরবনের প্রতিবেশগত, প্রাণবৈচিত্র্যগত ও সামাজিক প্রভাবগত সমীক্ষা করতে হবে এবং এর মাধ্যমে পরবর্তী সংরক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রম হাতে নিতে হবে। সুন্দরবনের ভেতর দিয়ে কয়লা, সিমেন্ট, তেলসহ সকল রাসায়নিক বোঝাই সব ধরনের ভারী বাণিজ্যিক যান চলাচল সম্পূর্ণ বন্ধ করতে হবে।

এ সময় সুন্দরবনে জাহাজডুবির নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি করেন বক্তারা।

পবার চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন পবার সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সোবহান, ডব্লিউবিবি ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. কামরুজ্জামান, নাসফের সাধারণ সম্পাদক মো. তৈয়ব আলী, বাংলাদেশ রেলের সাবেক কর্মকর্তা ওমর ফারুক, বারসিকের সমন্বয়কারী সৈয়দ আলী বিশ্বাস, পবার সম্পাদক ফেরদৌস আমহেদ উজ্জ্বল, সহসম্পাদক ব্যারিস্টার নিশাত মাহমুদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫:৫২:২১   ২৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ