আর ৫৫ দিন পরেই পর্দা উঠবে রাশিয়া বিশ্বকাপের। কিন্তু ইনজুরিতে পড়ে এখনো মাঠের বাহিরে ব্রাজিলিয়ান তারকা নেইমার। তবে বিশ্বকাপের আগেই ফিরবেন এই তারকা। আর ব্রাজিলের মূল আস্থা এই তারকার উপর। ফুটবলের সবচেয়ে জনপ্রিয় আসরে সবার চোখ দুই তারকা রোনালদো এবং লিওনেল মেসির উপর। কিন্তু নেইমারের চোখে তা অন্যরকম। তার মতে এবারের বিশ্বকাপ রোনালদো-মেসি মাতাবেন না বরং উঠতি তরুণরাই মাতাবেন রাশিয়া।
গত এক যুগ ধরেই বিশ্বকাপের সব আলো কেড়ে নিচ্ছেন মেসি-রোনালদো। বছর ঘুরে ফিরে ব্যালন ডি’অর ও উঠেছে। স্বাভাবিক ভাবে এবারেও সবার নজরে থাকবেন এই দুই সুপারস্টার।
মেসি-রোনালোকে বাদ দিয়ে নেইমার জানান অন্য তথ্য। তার মত এবার রাশিয়া বিশ্বকাপ মাতাবেন কুতিনহো জেসুস, সালহারা। এই নিয়ে নেইমার বলেন,‘অনেক ভালো খেলোয়াড় আছে। কিন্তু বিশ্বকাপে সবসময় সেরাদের নিয়েই কথা হবে। কুতিনহো ও জেসুস খেলার পার্থক্য গড়ে দিতে পারে। আমি মনে হয় তারা সেটা করবে। সালাহ বড় দলের হয়ে না খেললেও, বিশ্বকাপে সে ভালো করবে। তাছাড়া কয়েকজন প্রতিভাবান খেলোয়াড় আছেন। যেমন হ্যাজার্ড, সুয়ারেজ ও ব্রুন। আশা করি, তারাও দারুণ পারফর্ম করবে এবং বিশ্বকাপে দারুণ খেলবে।’
বাংলাদেশ সময়: ২২:৫৫:৪৯ ২৬৪ বার পঠিত