সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনের স্ত্রীর ইন্তেকাল

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনের স্ত্রীর ইন্তেকাল
রবিবার, ২২ এপ্রিল ২০১৮



---সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদের স্ত্রী অধ্যাপক ড. আনোয়ারা বেগম ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

শনিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।

আনোয়ারা বেগম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের সাবেক ডিন ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ছিলেন। এছাড়া অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভিসি এবং বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল থেকে আনোয়ারা বেগম নিউমোনিয়া, অ্যাজমা এবং উচ্চ রক্তচাপসহ নানা জটিলতায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন।

রবিবার বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।

ড. ইয়াজউদ্দিন আহমদে বিএনপি জোট আমলে ২০০২ সালে রাষ্ট্রপতি নির্বাচিত হন। ২০০৬ সালের শেষ দিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন তা নিয়ে ঝামেলা সৃষ্টি হলে তিনি সেই সরকারের প্রধান হন। পরবর্তী সময়ে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ও তিনি রাষ্ট্রপতির পদে আসীন ছিলেন। ২০০৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।২০১২ সালের ১০ ডিসেম্বর তিনি ইন্তেকাল করেন।

বাংলাদেশ সময়: ১২:০৫:০৯   ৩৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ