সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদের স্ত্রী অধ্যাপক ড. আনোয়ারা বেগম ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তার বয়স হয়েছিল ৮৩ বছর।
শনিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।
আনোয়ারা বেগম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের সাবেক ডিন ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ছিলেন। এছাড়া অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভিসি এবং বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল থেকে আনোয়ারা বেগম নিউমোনিয়া, অ্যাজমা এবং উচ্চ রক্তচাপসহ নানা জটিলতায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন।
রবিবার বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।
ড. ইয়াজউদ্দিন আহমদে বিএনপি জোট আমলে ২০০২ সালে রাষ্ট্রপতি নির্বাচিত হন। ২০০৬ সালের শেষ দিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন তা নিয়ে ঝামেলা সৃষ্টি হলে তিনি সেই সরকারের প্রধান হন। পরবর্তী সময়ে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ও তিনি রাষ্ট্রপতির পদে আসীন ছিলেন। ২০০৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।২০১২ সালের ১০ ডিসেম্বর তিনি ইন্তেকাল করেন।
বাংলাদেশ সময়: ১২:০৫:০৯ ৩৭৪ বার পঠিত