চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ে মানসিকভাবে কিছুটা পিছিয়েই ছিল বার্সেলোনা। রোমার কাছে সেই হারের ক্ষত ভুলে মৌসুমের প্রথম শিরোপাটাই ঘরে তুললো ভালভার্দের শীষ্যরা।
রোমার সেই প্রতিশোধ সেভিয়ার উপর ভালো ভাবেই নেয় মেসি-সুয়ারেজরা। কোপা দেল রে’র ফাইনালে ৫-০ গোলের বিশাল ব্যবধানে সেভিয়াকে উড়িয়ে দেয় কাতালান ক্লাবটি। আর এই জয়ের মাধ্যমে একাদিক রেকর্ড গড়ে বার্সেলোনা।
কোপা দেল রে’র ইতিহাসে প্রথম কোন দল হিসেবে টানা চতুর্থবার শিরোপা জয় করে বার্সা। ২০১৫ থেকে ২০১৮ পর্যন্ত টানা চ্যাম্পিয়ন তারা। আর এই নিয়ে ৩০তম কোপা শিরোপা নিজেদের করে নিল কাতালান ক্লাবটি। তাছাড়া ১৯৮০ সালের ফাইনালে রিয়াল মাদ্রিদ ৬-০ গোলে জয় পায়। তাদের এত বছর পর বার্সেলোনাই প্রথম ফাইনালে ৫-০ ব্যবধানে জিতলো।
তাছাড়া বিশ্বের দ্বিতীয় ফুটবলার হিসেবে পাঁচটি কোপার ফাইনালে গোল করার কৃতিত্ব দেখালেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। মেসির আগে বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে পাঁচ গোল করেছিলেন তেলমো জারা।
এই জয়ের ফলে শেষ দশ বছরে ছয়বারই কোপার শিরোপা জিতলো বার্সেলোনা। আর সব প্রতিযোগিতা মিলিয়ে সেভিয়াকে মোট আটটি ফাইনালে হারায় কাতালান ক্লাবটি। এইদিকে লা লিগায়ও আগামী পাঁচ ম্যাচের একটিতে জয় পেলে ডাবল শিরোপা জয়ের আনন্দে ভাসবে মেসি-সুয়ারেজরা।
বাংলাদেশ সময়: ১২:০৮:১৩ ৪১৬ বার পঠিত