দশম জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৩তম বৈঠক কমিটির সভাপতি মোঃ মোজাম্মেল হোসেন এমপি’র সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির সদস্য ও মন্ত্রী রাশেদ খান মেনন এমপি, মনোরঞ্জন শীল গোপাল এমপি, বেগম আয়েশা ফেরদাউস এমপি, শেখ হাফিজুর রহমান এমপি, মোঃ আব্দুল মতিন এমপি এবং বেগম লুৎফা তাহের এমপি অংশগ্রহণ করেন।
এছাড়াও বৈঠকে বিশেষ আমন্ত্রণে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ অংশগ্রহণ করেন।
বৈঠকে ১৯৯৭ সালে প্রকল্পে নিয়োগকৃত কর্মকর্তাগণ যাদেরকে ২০০২ সালে আত্তীকরণ করা হয়েছে এবং ২০০৬ সালে নিয়োগকৃত কর্মকর্তাদের মধ্যে ন্যায় বিচারের ভিত্তিতে পদোন্নতি প্রদান করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
কমিটি প্রতিটি বিভাগে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদাভাবে একটি করে সেফ হোম করার সুপারিশ করে।
বৈঠকে ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং রাজশাহী বিভাগে একটি করে ‘প্রতিবন্ধী পুনর্বাসন প্রশিক্ষণ কেন্দ্র’ নির্মাণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, সমাজকল্যাণ অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫:৫৭:১২ ২৭৩ বার পঠিত