সৈয়দ আশরাফ রাজনীতিবিদদের কাছে অনুকরণীয় হয়ে থাকবেন - স্থানীয় সরকার মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সৈয়দ আশরাফ রাজনীতিবিদদের কাছে অনুকরণীয় হয়ে থাকবেন - স্থানীয় সরকার মন্ত্রী
রবিবার, ৩ জানুয়ারী ২০২১



---

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম অত্যন্ত সৎ, আদর্শ ও নীতিবান রাজনীতিবীদ ছিলেন। সকল লোভ-লালসার উর্দ্ধে উঠে তিনি নীতি-নৈতিকতার সঙ্গে মানুষের কল্যাণে আজীবন কাজ করে গেছেন।
নিজের ওপর অর্পিত দায়িত্ব পালনে তিনি কখনো অবহেলা করেন উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, সৈয়দ আশরাফ দেশের সকল রাজনীতিবীদদের জন্য অনুকরণীয় হয়ে থাকবেন।
মো. তাজুল ইসলাম আজ সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতিমন্ডলির সদস্য এবং সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. রেজাউল আহসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় স্বপন ভট্টাচার্য্য বলেন, সৈয়দ আশরাফ ছিলেন একজন নির্লোভ ও আত্মপ্রচার বিমুখ মানুষ। সারা জীবন তিনি সৎ ও আদর্শের রাজনীতি করে গেছেন, যা পরবর্তী প্রজন্মের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে।
এর আগে মো. তাজুল ইসলাম রাজধানীর বনানী কবরস্থানে সৈয়দ আশরাফের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রয়াত সৈয়দ আশরাফের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ গ্রহণ করেন তিনি।

বাংলাদেশ সময়: ২০:৪২:২৮   ৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ