আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির ছয়টি বিশেষজ্ঞ প্যানেল গঠন

প্রথম পাতা » ছবি গ্যালারী » আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির ছয়টি বিশেষজ্ঞ প্যানেল গঠন
বুধবার, ৬ জানুয়ারী ২০২১



---

আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির উদ্যোগে ছয়টি বিশেষায়িত বিষয়ে ছয়টি বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হয়েছে।
আজ বুধবার বিকেলে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির প্রথম সভায় এসব বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হয়।
উপকমিটির চেয়ারম্যান প্রফেসর ড. হোসেন মনসুর সভায় সভাপতিত্ব করেন এবং উপকমিটির সদস্য সচিব ও আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর সঞ্চালনা করেন।
এসময় উপকমিটির সদস্য আ.ফ.ম রুহুল হক এমপি, এ. বি. এম ফজলে করিম চৌধুরী এমপি, মো. আবু জহির এমপি, মো. সাইফুজ্জামান শেখর এমপি, নাসিমুল আলম চৌধুরী এমপি সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, বিদ্যুত, জ্বালানি, যোগাযোগ, রেল, আইসিটি, আমার গ্রাম- আমার শহর এবং অবকাঠামো বিষয়ে মোট ছয়টি বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হয়েছে। এসব বিশেষজ্ঞ প্যানেলের সদস্যরা উপকমিটির তত্ত্ববধানে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কসপসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করবে। একই সাথে এইসব টেকনোলজিকাল বিষয়ে বিশেষজ্ঞ প্যানেল থেকে প্রাপ্ত মতামত ও সুপারিশ সরকারের সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হবে।

বাংলাদেশ সময়: ২২:৫৫:৩৮   ৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ