বন্দরে স্টার পার্টিকেল বোর্ড মিলে ভয়াবহ অগ্নিকান্ড

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে স্টার পার্টিকেল বোর্ড মিলে ভয়াবহ অগ্নিকান্ড
শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১



---

নারায়ণগঞ্জের বন্দরের মদনপুরের হরিপুর এলাকায় স্টার পার্টিকেল বোর্ড মিলে ভয়াবহ অগ্নিকান্ডে বিপুল পরিমান পার্টিকেল বোর্ড তৈরির উপকরণ ও মেশিনারিজ পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে।

খবের পেয়ে নারায়ণগঞ্জ, বন্দর, সোনারগা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১১টি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে রাত ৮ দিকে আগুন নিয়ন্ত্রণের আনে ।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ পরিচালক আরেফিন জানান, শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে কারখানাটিতে আগুনের সুত্রপাত হয়। খবর পেয়ে নারায়ণগঞ্জ, বন্দর, সোনারগা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের আনে।

কারখানার প্রশাসনিক কর্মকর্তা মুক্তিযোদ্ধা আবদুল লতিফ জানান, মেশিনের ঘর্ষণ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে পার্টিকেল বোর্ড তৈরির উপকরণ পাটকাঠি এবং মেশিনারিজ পুঁড়ে গেছে।

ঘটনাস্থলে থাকা বন্দর থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) মোহাম্মদ আনিসুর রহমান জানান, সন্ধ্যা ৬টার দিকে আগুন লাগে।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ঢাকা অফিসের উপ-পরিচালক দেবাশীষ বর্ধণ জানান, আগুনের খবর পেয়ে নারায়ণগঞ্জ, বন্দর ও সোনারগাঁ ফায়ার স্টেশন থেকে ১১টি ইউনিট ঘটনাস্থলে যায়। এবং আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি জানান, শুক্রবার ছুটির দিন হলেও শ্রমিকরা উৎপাদন কাজ করছিলেন। তবে এই অগ্নিকান্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

বাংলাদেশ সময়: ২৩:১৪:২৪   ৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ