মিডিয়া কাপ ফুটবলে সেমিতে উঠল যারা

প্রথম পাতা » খেলাধুলা » মিডিয়া কাপ ফুটবলে সেমিতে উঠল যারা
বুধবার, ৯ মে ২০১৮



---ওয়ালটন-বিএসজেসি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে আরটিভি, বিডিনিউজ টোয়েন্টি ফোর, চ্যানেল টোয়েন্টি ফোর ও ঢাকা ট্রিবিউন। আগামীকাল শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে সকাল ৯:৩০ মিনিটে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে আরটিভি ও বিডিনিউজ টোয়েন্টি ফোর এবং দ্বিতীয় সেমিফাইনালে সকাল ১০:৩০ মিনিটে মুখোমুখি হবে চ্যানেল টোয়েন্টি ফোর ও ঢাকা ট্রিবিউন।

আজ কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচের ফলাফল টাইব্রেকার নিষ্পত্তি হয়। প্রথম ম্যাচে আর টিভি ১-০ গোলে সময় টিভিকে পরাজিত করে সেমিতে নাম লেখায়। একমাত্র গোলটি করেন রুহুল আমিন। ম্যাচ সেরাও তিনি।

দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে চ্যানেল টোয়েন্টি ফোর টাইব্রেকারে ১-০ গোলে হারায় মানবজমিনকে। নির্ধারিত সময়ে ম্যচটি ২-২ গোলে ড্র ছিল। টাইব্রেকারে মাকসুদ উন নবীর গোলে সেমিতে উঠলেও ম্যাচ সেরা একই দলের রাশেদ।

তৃতীয় ম্যাচে ঢাকা ট্রিবিউন টাইব্রেকারে ১-০ গোলে হারায় কালের কণ্ঠকে। নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলে ড্র ছিল। ম্যাচ সেরা হন জয়ী দলের ফজলে রাব্বি মুন।

চতুর্থ কোয়ার্টার ফাইনালে বিডিনিউজ টাইব্রেকারে ২-১ গোলে হারায় এসএ টিভিকে। নির্ধারিত সময়ে ম্যাচটি ২-২ গোলে ড্র ছিল। ম্যাচ সেরা হন বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকমের মাইদুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৭:০৮:১৪   ২৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফিরলেন লিটন, নতুন মাইলফলক সাকিবের
জয় তুলে দ্বিতীয় স্থানে উঠে এলো বার্সা
উইন্ডিজদের বিপক্ষে মুকিদুলের চার উইকেট
একদিন আগেই দ. আফ্রিকাকে হারিয়েছে পাকিস্তান
আবাহনী-মোহামেডান লড়াই আজ
সাকিব-তামিম-মাশরাফি পাচ্ছেন সেরা করদাতার পুরস্কার
বড় জয়ে পরের রাউন্ডে টটেনহাম
ল্যাম্পার্ড: চেলসির নায়ক থেকে খল নায়ক
বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আর্কাইভ