ফ্রান্সে ছুরিকাঘাতে নিহত ১, গুলিতে হামলাকারীও নিহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » ফ্রান্সে ছুরিকাঘাতে নিহত ১, গুলিতে হামলাকারীও নিহত
রবিবার, ১৩ মে ২০১৮



---ফ্রান্সের রাজধানী প্যারিসে ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন। পরে পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে হামলাকারীও।
স্থানীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায় শনিবার রাত ৯টার দিকে প্যারিসের অপেরা ডিস্ট্রিক্টে এই হামলার ঘটনা ঘটে। হামলাকারী আল্লাহু আকবার বলে পথচারীদের উপর হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলাকারী জন-কোলাহলপূর্ণ এলাকায় হামলা চালায়। তখন মানুষজন ভয়ে রাস্তা থেকে দৌড়ে বিভিন্ন রেস্টুরেন্টের ভেতরে আশ্রয় নেয়। ছুরিকাঘাতের সময় ঘটনাস্থলেই একজন মারা যায়।

পরে আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তাদের দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ জানান। হামলাকারী এবং নিহত অপর ব্যক্তির নামপরিচয় এখনো জানা যায়নি। তাৎক্ষণিকভাবে হামলার কারণ জানাতে পারেনি ফান্স পুলিশ।

পুলিশ জানায়, এখনও হামলাকারী সম্পর্কে কিছু জানা যায়নি। এই ঘটনার উদ্দেশ্য সম্পর্কেও কিছু জানে না তারা। কোনোরকম গুজব না ছড়ানোর জন্যও অনুরোধ করেছে পুলিশ। এক টুইট বার্তায় তারা বলেন, ‘দয়া করে নির্ভরযোগ্য তথ্য শেয়ার করুন।’

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘটনা ‘ঠান্ডাভাবে’ প্রতিহত করায় পুলিশের প্রশংসা করেছেন। হতাহতদের জন্য সহমর্মিতা প্রকাশ করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১১:০২:৩৭   ২৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ