শুরু হল ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’

প্রথম পাতা » ছবি গ্যালারী » শুরু হল ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’
সোমবার, ১৪ মে ২০১৮



---সুপারহিট সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ এর দ্বিতীয় সিক্যুয়েল বানানোর ঘোষণা প্রায় বছর খানেক আগেই দিয়েছিলেন পরিচালক দেবাশীষ বিশ্বাস। সেই থেকেই অপেক্ষায় রয়েছেন বাংলা সিনে জগতের অগণিত ভক্ত। অবশেষে শেষ হয়ে আসছে তাদের সেই অপেক্ষার পালা। রবিবার থেকে শুরু হয়ে গেছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবির শুটিং। ছবির এই দ্বিতীয় সিক্যুয়েলে নায়ক-নায়িকা রয়েছেন হালের সেনসেশন বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাস।

‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া। রবিবার দুপুর বেলা রাজধানীর প্রিয়াংকা শুটিং হাউজে এই ছবির শুভ মহরত অনুষ্ঠিত হয়। সেখানে নায়িকা অপু বিশ্বাস ছাড়া ছবির সকল কলাকুশরীরাই উপস্থিত ছিলেন। মহরত শেষে ছবির শুটিং শুরু করেন নির্মাতা দেবাশীষ বিশ্বাস। শুরুর দিনেই শুটিংয়ে অংশ নেন নায়ক বাপ্পী চোধুরী। নায়িকা অপু বিশ্বাস আরো কয়েকদিন পরে শুটিংয়ে অংশ নেবেন বলে জানান ছবির পরিচালক।

পরিচালনার পাশাপাশি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’-এর চিত্রনাট্যও লিখেছেন দেবাশীষ বিশ্বাস। ছবি সম্পর্কে তিনি বলেন, ‘এটি হবে শতভাগ দেশি সিনেমা। তাই এটির পুরো শুটিং করব দেশে। দেশীয় তারকাদের নিয়ে দেশের বিভিন্ন মনোরম লোকেশনেই শুটিং শেষ করার ইচ্ছা। আমার বিশ্বাস, প্রথম ছবি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ যেভাবে মানুষের মন জয় করেছিল, এর দ্বিতীয় সিক্যুয়েলটিও সেভাবে সবাইকে মুগ্ধ করবে।’

প্রসঙ্গত, দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবিটি মুক্তি পেয়েছিল ২০০১ সালে। যেটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছিলেন তখনকার সুপারহিট জুটি রিয়াজ ও শাবনূর। ব্লকবাস্টার এই ছবিটি একেবারে কাঁপিয়ে দিয়েছিল রূপালী পর্দা। দীর্ঘ ১৭ বছর পর নির্মিত হচ্ছে সেই ছবিরই দ্বিতীয় কিস্তি। তাছাড়া এবারের জুটি যেহেতু এই সময়ের আলোচিত বাপ্পী ও অপু, তাই ছবি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহও থাকবে প্রচুর।

বাংলাদেশ সময়: ১১:১৫:১৬   ৩১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ