ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকা থেকে বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে ৬০ লাখ টাকা মুল্যের ৬০০ গ্রাম হেরোইনসহ চারজনকে আটক করা হয়েছে।
তারা হলেন, জেলার শৈলকুপা উপজেলার দুধসর চাঁদপুর গ্রামের নিয়ামত মন্ডলের ছেলে গড়াই পরিবহনের সুপারভাইজার লাল্টু মিয়া, একই উপজেলার ভাটবাড়িয়া গ্রামের রুহুল আমিনের ছেলে ও একই বাসের ড্রাইভার জামাল আক্তার, কুষ্টিয়া শহরের জেলখানা পাড়ার নুর আলীর ছেলে ও বাসের হেলপার জাহাঙ্গীর হোসেন ও মাগুরার শ্রীপুর উপজেলার দায়েরপোল গ্রামের ওয়াজেদ আলীর ছেলে আমিরুল।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ জানান, কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহনের আল মিরাজ নামের একটি বাসে হেরোইন পাচার হচ্ছে, এমন গোপন খবরে সকালে অভিযান চালানো হয়। এ সময় শহরের আরাপপুর এলাকায় বাসটিতে তল্লাশি চালিয়ে ৬০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
হেরোইন পাচারের অভিযোগে ওই বাসচালক, সুপারভাইজার ও দুই সহকারীকে আটক করা হয়। বাসটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির জানান, হেরোইনের প্রকৃত মালিককে খুজে পাওয়া না যায়নি। তবে গোপন স্থানে মাদক রাখার সঙ্গে বাসের স্টাফদের সংশ্লিষ্ট থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে।
মাদক উদ্ধারের সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আজিজুল হক উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭:২৭:৪১ ২৬৮ বার পঠিত