‘লাঙ্গল মার্কা আ.লীগার ভিপি বাদল’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘লাঙ্গল মার্কা আ.লীগার ভিপি বাদল’
বৃহস্পতিবার, ৭ জুন ২০১৮



---‘লাঙ্গল নয়, নৌকা চাই’ পুরো নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে এখন এমনই জোয়ার। দলীয় নেতাকর্মীদের এমন দাবিকে যথার্থ ও যৌক্তিক হিসেবেই দেখেছেন দলটির শুভাকাঙ্খিরা। তবে ব্যতিক্রম কেবল নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদলের বেলায়।

বিভিন্ন সভা-সমাবেশে বাদলও দাবি তুলেছেন নৌকার পক্ষে। লাঙ্গলের বিরোধীতা করেও বক্তব্য রেখেছেন। কিন্তু তাঁর এই চাওয়াকে ‘রহস্যজনক’ বলেই অনেকে মন্তব্য করেছেন। তাঁদের দাবি নারায়ণগঞ্জ আওয়ামী লীগের মধ্যে একমাত্র স্বীকৃতপ্রাপ্ত ‘লাঙ্গল মার্কা আওয়ামী লীগার’ এই বাদল। আর এই উপাধি তিনি অর্জন করেছিলেন ২০০১ সালের নির্বাচনে সরাসরি নৌকা বিপক্ষে গিয়ে লাঙ্গলের পক্ষে কাজ করে।

সূত্র বলছে, ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এস এম আকরামের পক্ষে চাষাড়া গোল চত্বরে রডের তৈরি বিশাল একটি নৌকা প্রতীক লাগিয়েছিলেন বর্তমান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। ওই সময় সেই নৌকা প্রতীক নামিয়ে সেখানে লাঙ্গল প্রতীক লাগান আজকের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল।

সূত্র আরও জানায়, ওই ঘটনায় বাদলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও বিষোদগার করেছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী। অবশ্য তখন বাদল ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক। তবে ওই প্রতিবাদটি সক্রিয়ভাবে করেছিলেন জাহাঙ্গীর আলম। আর তখনই বাদলকে তিনি আখ্যায়িত করেছিলেন লাঙ্গল মার্কা আওয়ামী লীগার হিসেবে। এরপর থেকেই বাদলের নামের সাথে এই খেতাবটি যুক্ত হয়ে যান।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বাদল বরাবরই লাঙ্গলের লোক। সে লাঙ্গল মার্কা আওয়ামী লীগ। ২০০১ সালের নির্বাচনে তিনি আমাদের প্রার্থী এস এম আকরামের বিপক্ষে গিয়ে নাসিম ওসমানের পক্ষে কাজ করেছিলেন। শুধু তাই নয়, ওই সময় নৌকা প্রতীক নামিয়ে দিয়ে সেখানে এই বাদলই লাঙ্গল প্রতীক ওঠিয়ে দিয়েছিলেন। সে ‘লাঙ্গল মার্কা আওয়ামী লীগার’।

এদিকে আওয়ামী লীগের অনেকেই বলছেন, বাদল বর্তমানে যেভাবে লাঙ্গলের বিরোধীতা করছেন এতে করে কিছুটা সন্দেহ তৈরি হচ্ছে। কেননা, একসময় যেই বাদল লাঙ্গলের জন্য নৌকা খুলে ফেলেছিলেন সেই তিনি লাঙ্গলের বিরোধীতা করায় কিছুটা বিস্ময় লাগছে। মনে হচ্ছে এর নেপথ্যে ভিন্ন কোনো কারণ আছে।

তবে এ প্রসঙ্গে জানতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদলের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন কলটি গ্রহণ করেননি। ফলে তাঁর কোনো মন্তব্য নেয়া সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ২১:০৭:৩৯   ৫৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ