আর্জেন্টিনা দলে এবার ইনজুরিতে বানেগা

প্রথম পাতা » খেলাধুলা » আর্জেন্টিনা দলে এবার ইনজুরিতে বানেগা
শনিবার, ৯ জুন ২০১৮



---গোলরক্ষক সার্জিও রোমেরো এবং মিডফিল্ডার ম্যানুয়েল লানজিনি ইতোমধ্যে ইনজুরির কারণে আর্জেন্টিনার বিশ্বকাপ দল থেকে ছিটকে গেছেন। এই দুই তারকা ছিটকে যাওয়ার পর নতুন করে ইনজুরিতে আক্রান্ত হয়েছেন দলটির আরেক মিডফিল্ডার এভার বানেগা।

তবে, তার সেরে উঠতে কতদিন লাগবে বা তিনি বিশ্বকাপে খেলতে পারবেন কি না এ বিষয়ে চূড়ান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। আর্জেন্টিনা দলের ফিজিক্যাল ট্রেনার জর্জ দেসিও বলেছেন, ‘বানেগা ইনজুরিতে আক্রান্ত হয়েছে এবং দুইটি ট্রেনিং সেশন মিস করেছে।’

গত আসরের ফাইনাল ম্যাচে জার্মানির কাছে ১-০ গোলে হেরে রানার আপ হয়েছিল আর্জেন্টিনা। বিশ্বকাপে এখন পর্যন্ত আর্জেন্টিনা পাঁচবার ফাইনাল খেলেছে। এর মধ্যে তারা দুইবার চ্যাম্পিয়ন হয়েছে ও তিনবার রানার আপ হয়েছে। ১৯৭৮ ও ১৯৭৬ সালে শিরোপা ঘরে তুলেছিল আর্জেন্টিনা। আর ১৯৩০, ১৯৯০ ও ২০১৪ সালে রানার আপ হয় দলটি।

বিশ্বকাপে গ্রুপ ‘ডি’তে লড়াই করবে আর্জেন্টিনা। এই গ্রুপে অন্য তিনটি দল হচ্ছে আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া। আগামী ১৬ জুন আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। ২১ জুন তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। ২৬ জুন নাইজেরিয়ার মুখোমুখি হবে লিওনেল মেসির দল।

বাংলাদেশ সময়: ১৩:০৯:০৮   ৩১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফিরলেন লিটন, নতুন মাইলফলক সাকিবের
জয় তুলে দ্বিতীয় স্থানে উঠে এলো বার্সা
উইন্ডিজদের বিপক্ষে মুকিদুলের চার উইকেট
একদিন আগেই দ. আফ্রিকাকে হারিয়েছে পাকিস্তান
আবাহনী-মোহামেডান লড়াই আজ
সাকিব-তামিম-মাশরাফি পাচ্ছেন সেরা করদাতার পুরস্কার
বড় জয়ে পরের রাউন্ডে টটেনহাম
ল্যাম্পার্ড: চেলসির নায়ক থেকে খল নায়ক
বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আর্কাইভ