ফিলিস্তিনের গাজা সীমান্তে আবারও সরাসরি গুলি করে চার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় আহত হয়েছে ছয় শতাধিক লোক।
শুক্রবার গাজা সীমান্তে ফিলিস্তিনিদের বিক্ষোভে ইসরায়েলি বাহিনীর গুলিতে এ হতাহতের ঘটনা ঘটে। খবর আল জাজিরার।
গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানায়, দক্ষিণ ও পূর্ব গাজা উপত্যকার খান ইউনিসে দুইজনকে গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী। দক্ষিণ গাজায় বিক্ষোভে অংশ নেওয়া আরেকজনকে গুলি করে হত্যা করা হয়েছে। এছাড়া, গাজার জাবালিয়া শহরের পূর্বদিকে বিক্ষোভের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে আরেক যুবক নিহত হয়েছেন। আহতদের মধ্যে ৯২ জন মারণাস্ত্রের আঘাতে আহত হয়েছেন। যাদের বেশিরভাগের অবস্থাই গুরুতর। তাদের মধ্যে ২৬ শিশু ও ১৪ নারীও রয়েছে।
গত ৩০ মার্চ থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ বিক্ষোভে গুলি চালিয়ে শতাধিক লোককে হত্যা করেছে ইসরায়েলী বাহিনী। আর আহত হয়েছেন তিন সহস্রাধিক লোক।
১৯৭৬ সালের ৩০ মার্চ থেকে ছয় ফিলিস্তিনিকে হত্যার মধ্য দিয়ে শুরু হয় ইসরায়েলি বাহিনীর এই হত্যাযজ্ঞ। পরের বছর থেকেই ৩০ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত পরবর্তী ছয় সপ্তাহকে ভূমি দিবস হিসেবে পালন করে আসছে ফিলিস্তিনিরা।
বাংলাদেশ সময়: ১৪:২১:৪৭ ২৮০ বার পঠিত