নেতাজি ইন্ডোরে কৃতী সংবর্ধনার আয়োজন মমতার

প্রথম পাতা » আন্তর্জাতিক » নেতাজি ইন্ডোরে কৃতী সংবর্ধনার আয়োজন মমতার
শনিবার, ৯ জুন ২০১৮



--- রাজ্যের কৃতী পড়ুয়াদের সংবর্ধনা দেওয়া হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে৷ রাজ্য সরকারের তরফে এই সংবর্ধনার আয়োজন করা হচ্ছে৷ সোমবার হবে এই অনুষ্ঠান৷

মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে প্রতি বছরই কৃতীদের সংবর্ধনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মেধাতালিকায় স্থান পাওয়া সমস্ত পড়ুয়ার সঙ্গে দেখা করেন তিনি৷ সাধারণত নবান্নে ওই অনুষ্ঠান হয়৷ কিন্তু এবার হবে নেতাজি ইন্ডোরে৷
- Advertisement -

আরও পড়ুন: চিকিৎসা করাতে এসে হাসপাতাল চত্বরেই মৃত্যু প্রৌঢ়ের

প্রশাসেনর একটি সূত্র থেকে জানা গিয়েছে, ওই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, ICSE, ISC, CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীরা৷ সব মিলিয়ে সংখ্যটা প্রায় আড়াইশো হবে৷ তাঁদের সঙ্গে অভিভাবক ও পরিবারের সদস্যরা থাকবেন৷ তাই বড় জায়গার প্রয়োজন ছিল৷ সেই কারণেই অনুষ্ঠান নবান্ন থেকে সরিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আনা হয়েছে৷

প্রশাসনের ওই সূত্রের খবর, পড়ুয়াদের বিশেষ উপহারও দেওয়া হবে৷ উপহারে থাকবে দামি ঘড়ি ল্যাপটপ৷ এছাড়াও উপহারের মধ্যে আরও অনেক কিছু থাকবে বলে জানা গিয়েছে৷

আরও পড়ুন: অভিষেকের কাছে ক্ষমা চাইতে হবে না মুকুলকে

সোমবারের পর মঙ্গলবারও একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাজ্য সরকারের তরফে৷ ওই অনুষ্ঠান হবে মাদ্রাসার কৃতী পড়ুয়াদের নিয়ে৷ ওই অনুষ্ঠানটি অবশ্য নবান্নের সভাগৃহে হবে বলে প্রশাসন সূত্রে খবর৷

বাংলাদেশ সময়: ১৪:৫১:১৩   ২০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ