ইতিমধ্যে অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারের এই সিদ্ধান্তে খুশি কর্মীরা। এরই মধ্যে আরও শূন্যপদ পূরণ করতে চলেছে রাজ্য সরকার। উত্তর ২৪ পরগনা জেলায় প্রায় ১১০০ অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য। পঞ্চায়েত নির্বাচনের জন্যে দীর্ঘদিন বিষয়টি আটকে ছিল। কিন্তু ভোট মিটতেই নিয়োগের বিষয়ে বড়সড় সিদ্ধান্ত প্রশাসনের। জানা গিয়েছে, আগামী ১১ জুন বিজ্ঞপ্তি প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবাদপত্র, জেলার ওয়েবসাইট এবং জেলার ৪৫টি আইসিডিএস প্রজেক্ট অফিসেও ওই বিজ্ঞপ্তি টাঙানো হবে। সামনের পুজোর আগেই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চাইছে প্রশাসন। তাই এখন জোর প্রস্তুতি চলছে।
জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা জেলায় ১০ হাজারের বেশি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। প্রত্যেক কেন্দ্রে একজন করে কর্মী বা ওয়ার্কার এবং একজন করে সহায়িকা বা হেল্পার থাকেন। দীর্ঘদিন ধরে একাধিক পদ খালি পড়ে রয়েছে। অবসর, পদন্নতি হওয়াতে কর্মী সংখ্যা কমতে কমতে একেবারে নীচে এসে দাঁড়িয়েছ। আর সেই কারণে তড়িঘড়ি নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- Advertisement -
জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা জেলায় মোট ১০৯২ জনকে নেওয়া হবে। এর মধ্যে প্রায় ২১৮ জন কর্মী বা ওয়ার্কার এবং প্রায় ৮৭৪ জন সহায়িকা বা হেল্পার নেওয়া হবে। বারাসত মহকুমায় নেওয়া হবে ৬৫ জন কর্মী এবং ২৯৯ জন সহায়িকা। বারাকপুর মহকুমায় ৫৫ জন কর্মী এবং ১৮৮ জন সহায়িকা নেওয়া হবে। বসিরহাট মহকুমার জন্য ৭৫ জন কর্মী এবং ২১০ জন সহায়িকা এবং বনগাঁ মহকুমায় ২৩ জন কর্মী এবং ১৭৭ জন সহায়িকা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
বাংলাদেশ সময়: ২২:৪৩:২৬ ২৪৯ বার পঠিত