পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, অর্থনৈতিক প্রবৃদ্ধিসহ সকল সূচকে আমরা এগিয়ে যাচ্ছি। চ্যালেঞ্জ যত বড় হবে সেটাকে অতিক্রম করে সামনে যাওয়াটাই হল সফলতা। যারা সাহসী তারাই সৌভাগ্যবান। এই বাজেট আমরা বাস্তবায়ন করব। এর মাধ্যমে ২০৩০ ও ২০৪১ সালের লক্ষ্যমাত্রা আমরা অর্জন করব।
শনিবার দুপুরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার দত্তপুরে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার উপস্থিত ছিলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছেন তা বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী। উন্নয়নশীল দেশের রোল মডেল এখন বাংলাদেশ। বিশ্ববাসী এখন বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতির দিকে তাকিয়ে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ৯ বছরে ১৬টি দেশকে পিছিয়ে এগিয়ে এসেছি। বিশ্বে বাংলাদেশের অবস্থান বর্তমানে ৪২তম। আগামী ২২ বছরে আমরা আরও অনেক দূর এগিয়ে যাব। ২০৪১ সালের মধ্যেই উন্নত দেশে রূপান্তর হবে বাংলাদেশ।
এর আগে সদর দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে লার্নিং অ্যান্ড আর্নিং মেলার উদ্বোধন করা হয়। কুমিল্লার জেলা প্রশাসক মো. আবুল ফজল মীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন হাইটেক পার্ক অথোরিটির মহাব্যবস্থাপক হোসনে আরা বেগম এনডিসি, লার্নি অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক মো. ইসমাইল হোসেন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার, পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন বিপিএম প্রমুখ।
বাংলাদেশ সময়: ২২:৫৩:৪৬ ২৭২ বার পঠিত