জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, বাংলার মানুষ আজ ভালোর নেই, বাংলার যুব সমাজ আজ ভালোর নেই, মানুষ পরিবর্তন চায়। দেশে আজ সুশাসন নেই, জাতীয় পার্টি দেশে সুশাসন প্রতিষ্ঠিত করবে। আমাদের সময় দেশে মাদক ছিল না, আজ মাদকে ছেঁয়ে গেছে।
রবিবার সকালে উলিপুর স্টেডিয়াম মাঠে উপজেলা জাতীয় পার্টি আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
উপজেলা জাপার সভাপতি আতিয়ার রহমান মুন্সির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ মশিউর রহমান রাঙ্গা, বিরোধী দলীয় চিপ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, জিয়াউদ্দিন বাবলু এমপি ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
উপজেলা জাপার প্রচার সম্পাদক ও হাতিয়া ইউপি চেয়ারম্যান বিএম আবুল হোসেন বিএসসির সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জাপার সম্পাদক নুরুজ্জামান সরকার, কেন্দ্রীয় নেতা আবু তাহের খায়রুল হক এটি, প্রকৌশলী আনিচুর রহমান রতন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫:০৫:২৭ ৩০০ বার পঠিত