সিঙ্গাপুরে পৌঁছেছেন কিম

প্রথম পাতা » আন্তর্জাতিক » সিঙ্গাপুরে পৌঁছেছেন কিম
রবিবার, ১০ জুন ২০১৮



--- উত্তর কোরীয় নেতা কিম জং উন সিঙ্গাপুরে পৌঁছেছেন। ট্রাম্পের সঙ্গে বৈঠকের দু’দিন আগেই বিমানে করে সিঙ্গাপুরে পৌঁছেছেন তিনি। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা।

রবিবার চীনের জাতীয় বিমান সংস্থা এয়ার চায়নার একটি বিমানে করে কিম সিঙ্গাপুরে পৌঁছেছেন বলে স্ট্রেইট টাইমসের খবরে বলা হয়েছে।

এদিকে, দক্ষিণ কোরীয় বার্তা সংস্থা ইয়োনহাপের এক খবরে বলা হয়, সম্প্রতি কিমের চীন সফরে তার সঙ্গে যাওয়া একটি কার্গো বিমানও আজ উত্তর কোরিয়া থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করেছে।

সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আজ সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং’য়ের সঙ্গে দেখা করার কথা রয়েছে কিমের।

কিমকে বহনকারী বিমানটি চীন দিয়ে উড়ে যাওয়ার সময় প্রায় অন্তর্দেশীয় পথ দিয়ে যাত্রা করেছে বলে জানিয়েছে একটি ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট। দ্য ফ্লাইটরাডার২৪ ওয়েবসাইটটি জানিয়েছে, কিমের বিমানের আশপাশে কোন বেসামরিক বিমান পর্যন্ত ছিলনা। যদিও বিমানটি যে রাস্তা দিয়ে গেছে সেটি সচরাচর খুব ব্যস্ত থাকে।

এদিকে, রবিবার পিয়ংইয়ং থেকে একটি ফ্লাইট সরাসরি সিঙ্গাপুরে গেছে। অনেকে মনে করছেন বিমানটিতে উত্তর কোরীয় কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল রয়েছেন।

হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় রাত ৮.৩০-এ সিঙ্গাপুরে পৌঁছবেন ট্রাম্প। তার সঙ্গে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন, হোয়াইট হাউজের চিফ অফ স্টাফ জন কেলি ও হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স।

ট্রাম্প-কিম বৈঠক উপলক্ষে ভেন্যুর চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মঙ্গলবার সকালে কেপেল্লা সান্তোসা হোটেলে দুই নেতা উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ে বৈঠকে বসবেন। অনুষ্ঠিত হলে এটাই হবে ক্ষমতাসীন কোন মার্কিন প্রেসিডেন্ট ও উত্তর কোরীয় নেতার মধ্যকার প্রথম বৈঠক।

বাংলাদেশ সময়: ১৫:১০:৩৯   ২৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ