আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি
চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে সরকার ‘কনসার্ন’ এবং
তাঁর মাইল্ড স্ট্রোক হয়েছে কি না, তা পরীক্ষা-নিরীক্ষার জন্য আজ তাঁকে বঙ্গবন্ধু
শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হবে। তবে তাঁকে কখন
নিয়ে যাওয়া হবে তা তিনি জানেন না বলে জানিয়েছেন। সাংবাদিকদের
প্রশ্নের জবাবে তিনি বলেন, জেলে থাকাকালে কেউ অসুস্থ হলে জেল কোড
অনুযায়ী তাঁর চিকিৎসা হয়। এক্ষেত্রে খালেদা জিয়াকে জেল কোডের চেয়েও
বেশি চিকিৎসা সুবিধা দেওয়া হবে।
আজ আইন মন্ত্রণালয়ের সামনে সচিবালয় প্রাঙ্গণে জেলা জজদের গাড়ি
হস্তান্তর অনুষ্ঠানে আইনমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী এসময় জেলা জজ ও সমপর্যায়ের ৫ জন বিচারককে ৫টি সিডান
কার এবং ঢাকা জেলা জজশিপে একটি মাইক্রোবাসের চাবি হস্তান্তর করেন। এক
কোটি ৯৭ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা ব্যয়ে ক্রয়কৃত এসব কার ও মাইক্রোবাস
হস্তান্তর অনুষ্ঠানে আনিসুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জেলা
জজ ও সমমর্যাদার সকল বিচারকের নিরবচ্ছিন্নভাবে কর্মস্থলে আসা-যাওয়ার
জন্য গাড়ির ব্যবস্থা করছে। তিনি বলেন, একটি সুখবর হলো এখন সরকার
অতিরিক্ত জেলা জজ ও সমপর্যায়ের বিচারকদেরও দাপ্তরিক কাজের জন্য গাড়ি দেওয়ার
ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। এর ব্যবস্থা করা হবে।
আইন সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক, যুগ্মসচিব গোলাম
সারোয়ার, বিকাশ কুমার সাহা, উম্মে কুলসুম এবং হাবিবুর রহমান সহ
মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২২:৩৯:২৭ ৫৪৫ বার পঠিত