শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার
নেতৃত্বে শিক্ষাক্ষেত্রে সার্বিকভাবে যুগান্তকারী পরিবর্তন এসেছে। এটি
এগিয়ে নিতে হবে। এজন্য যার যে দায়িত্ব সে দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে
হবে।
শিক্ষামন্ত্রী আজ ঢাকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকা
আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, কোনো বিষয়ে অভিযোগ উত্থাপিত হলে অবশ্যই তা তদন্ত
করা হবে। প্রতিষ্ঠানের সম্মান রক্ষা করার দায়িত্ব সকলের। তিনি বোর্ডের
কর্মকর্তা-কর্মচারীদের আরো সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান
জানান।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মোঃ জিয়াউল
হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের
অতিরিক্ত সচিব ড. মোঃ মাহামুদ-উল-হক।
বাংলাদেশ সময়: ২৩:২৭:৩৯ ৩৩৬ বার পঠিত