বিসমিল্লাহির রাহমানির রাহিম
সূরা আন
আমমক্কায় অবতীর্ণ
আয়াত : ১৬৫; রুকূ : ২০
অষ্টম পারা
১১৫. তোমার রবের বাণী সত্য ও ইনসাফের দিক দিয়ে পরিপূর্ণ। তাঁর বাণী পরিবর্তন করার কেউ নেই, তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ।
১১৬. তুমি যদি দুনিয়াবাসীদের অধিকাংশ লোকের কথামত চল, তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করে ফেলবে, তারা শুধু অলীক কল্পনার অনুসরণ করে এবং সম্পর্ণ অনুমানভিত্তিক কথা বলে।
আল হাদিস
১৯ নং পরিচ্ছেদ
কোন মুসলমানকে “কাফের” বলার পরিণতি
৩৯। আবদুল্লাহ ইবনে ওমর (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেন, “কোন লোক যদি তার ‘মুসলমান’ ভাইকে “হে কাফের” বলে সম্বোধন করে তাহলে তাদের একজন অবশ্যই কুফুরী করলো।
(বুখারী-কিতাবুল আদাব)
বাংলাদেশ সময়: ১২:২৬:০৭ ৩৯৭ বার পঠিত