সিরাজগঞ্জে বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিরাজগঞ্জে বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা নিহত
সোমবার, ১১ জুন ২০১৮



---সিরাজগঞ্জে গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শাহীন (৪০) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন পুলিশ সদস্য। তাদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরা হলেন, সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের সহকারি উপ-পরিদর্শক( এএসআই) শামীম সরকার, কনস্টেবল শাহীন ও মানিক চন্দ্র দেব।

রবিবার দিবাগত রাত তিনটার দিকে পৌর এলাকার চর রায়পুর রেলওয়ে স্টেশনের পাশে এ বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে। এ সময় ৩শ পিস ইয়াবা, একটি রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।

নিহত শাহীন শেখ সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লার আনোয়ার হোসেনের (দানেজ শেখ) ছেলে।

সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ জানান, রায়পুর রেলওয়ে স্টেশন এলাকায় ইয়াবার একটি বড় চালান আসছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ২টার দিকে সেখানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় পুলিশকে লক্ষ্য করে মাদক বিক্রেতারা গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে তিন পুলিশ সদস্যসহ মাদক বিক্রেতা শাহীন আহত হয়। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আজিম আহমেদ জানান, গুলিবিদ্ধ অবস্থায় শাহীনকে সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৩:০৪:২২   ৩৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ