ইউনাইটেডে খালেদার চিকিৎসা চেয়ে স্বরাষ্ট্রে আবেদন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইউনাইটেডে খালেদার চিকিৎসা চেয়ে স্বরাষ্ট্রে আবেদন
মঙ্গলবার, ১২ জুন ২০১৮



---কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিজ খরচে ইউনাইডেট হাসপাতালে চিকিৎসা করানোর জন্য আবেদন জানিয়েছেন তার ভাই শামীম ইস্কানদার। গতকাল সোমবার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এ সংক্রান্ত একটি চিঠিতে আবেদন জানানো হয়েছে। আজ (মঙ্গলবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দফতর চিঠিটি গ্রহণ করেছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

চিঠিতে শামীম ইস্কানদার বলেন, বর্তমানে আমার বড় বোন বেগম খালেদা জিয়াকে ঢাকাস্থ নাজিমউদ্দিন রোডে অবস্থিত কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অসুখে আক্রান্ত। কারা অভ্যন্তরে তিনি প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের সুযোগ পাচ্ছেন না। ফলে দীর্ঘ কারাবাসে তার শরীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়েছে। গত ৯ জুন কারাকর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে চারজন বিশেষজ্ঞ চিকিৎসক কারা অভ্যান্তরে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করেন।

চিকিৎসকরা জানিয়েছেন, বেগম জিয়া গত ৫ জুনে ‘মাইন্ড স্ট্রোকে’ আক্রান্ত হন। ফলে ভবিষ্যতের জন্য এ ধরনের বিষয়ে বড় রকমের ঝুঁকির পূর্বাভাস বহন করছে। তাকে অনতিবিলম্বে ঢাকাস্থ বিশেষায়িত ‘ইউনাইটেড হাসপাতালে’ ভর্তি পূর্বক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা প্রদান করা অতীব জরুরি।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, আমি (শামীম ইস্কানদার) এই মর্মে নিশ্চয়তা প্রদান করছি যে, তার এ ধরনের সকল চিকিৎসা ব্যয় আমরা নিজ/পরিবারিকভাবে বহন করব। অতএব বেগম খালেদা জিয়াকে ঢাকাস্থ ‘ইউনাইটেড হাসপাতালে’ ভর্তি পূর্বক প্রয়োজনীয় উন্নত চিকিৎসা প্রদানের অনুমতি প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

চিঠির সঙ্গে বিশেষজ্ঞ কিকিৎসকদের প্রত্যায়ন পত্রও সংযুক্ত করা হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান। ওই দিন থেকেই তিনি কারাগারে রয়েছেন।

কারাভোগের চারমাস পর সর্বশেষ গত শনিবার খালেদা জিয়ার সঙ্গে তার ব্যক্তিগত চার চিকিৎসক সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে কারা ফটকের সামনে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক এফএম সিদ্দিকী সাংবাদিকদের জানান, খালেদা জিয়া ‘মাইল্ড স্ট্রোক’ করেছিলেন।

তবে কারা মহাপরিদর্শক (আইজি-প্রিজন) সৈয়দ ইফতেখার উদ্দীন জানিয়েছেন, খালেদা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা করতে চাইলেও কারাবিধি অনুযায়ী তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়ার কোনো সুযোগ নেই। খালেদা জিয়া চাইলে স্বাস্থ্য পরীক্ষার জন্য মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪:৩৫:১৩   ৩০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ