সরকার তথ্যপ্রযুক্তি নির্ভর বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে - মোস্তাফা জব্বার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরকার তথ্যপ্রযুক্তি নির্ভর বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে - মোস্তাফা জব্বার
মঙ্গলবার, ১২ জুন ২০১৮



---নিউজ২নারায়ণগঞ্জঃ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন,
আধুনিক প্রযুক্তি নির্ভর প্রশিক্ষিত মানবসম্পদ তৈরি করতে মোবাইল গেইম ও
এপ্লিকেশন দক্ষতা উন্নয়নের কোন বিকল্প নেই। তিনি বলেন, বাংলাদেশের বড় সম্পদ
তরুণ প্রজন্ম। তরুণ প্রজন্ম অত্যন্ত মেধাবী। আগামী দিনের চ্যালেঞ্জ
মোকাবেলায় তাদের মেধাকে কাজে লাগাতে উপযুক্ত পরিবেশ ও সুযোগ সৃষ্টি করা
অত্যন্ত জরুরি।
মন্ত্রী আজ কারওয়ান বাজারের জনতা টাওয়ারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
বিভাগের উদ্যোগে মোবাইল গেইম ও এপ্লিকেশন এর দক্ষতা উন্নয়ন প্রকল্পের
প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা
বলেন।
ডিজিকন টেকনোলজিস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুর
রহমান শরীফের সভাপতিত্বে, মোবাইল গেইম ও এপ্লিকেশন এর প্রকল্প পরিচালক কে
এম আবদুল ওয়াদুদ এবং উপ প্রকল্প পরিচালক শেখ খলিলুর রহমান অনুষ্ঠানে বক্তৃতা
করেন।
মন্ত্রী বলেন, দেশে প্রচলিত শিক্ষায় শিক্ষিত জনগোষ্ঠীর কর্মসংস্থানের
সুযোগ কম। তাই প্রচলিত শিক্ষার পাশাপাশি নিজের মেধা ও সৃজনশীলতা কাজে
লাগাতে বর্তমান সরকার তথ্যপ্রযুক্তি নির্ভর বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও
বাস্তবায়ন করছে। এর মাধ্যমে তারা নিজেদের জন্য সম্ভাবনার জায়গা তৈরি করে
করতে পারবে। তিনি নিজেদের মেধা ও সৃজনশীলতাকে সঠিকভাবে কাজে লাগিয়ে
আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রচলিত শিক্ষার বাইরে ডিজিটাল যুগের
সাথে তাল মিলিয়ে নিজেকে প্রস্তুত করতে প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান
জানান।
উল্লেখ্য, তথ্য ও প্রযুক্তিখাতের স্থানীয় বাজার সম্প্রসারণ ও আন্তর্জাতিক
বাজারে প্রবেশের জন্য বাংলাদেশকে প্রস্তুত করার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
বিভাগের উদ্যোগে মোবাইল গেইম ও এপ্লিকেশন তৈরির ওপর দেশব্যাপী
বিনামূল্যে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
পাঁচ মাসব্যাপী এ প্রশিক্ষণে প্রথম দফায় বিভিন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের
৬৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। মোবাইল গেইম ও এপ্লিকেশন এর দক্ষতা

উন্নয়ন প্রকল্পের আওতায় পর্যাক্রমে মোট ১৬ হাজার ১শ’ জন তরুণ তরুণীকে
মোবাইল গেইম ও এপ্লিকেশন তৈরির দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ প্রদান করা হবে।

বাংলাদেশ সময়: ২৩:২৪:৪৮   ২৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ