বিএফইউজে ও ডিইউজে ইফতার মাহফিলে - স্পীকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএফইউজে ও ডিইউজে ইফতার মাহফিলে - স্পীকার
বুধবার, ১৩ জুন ২০১৮



---নিউজ২নারায়ণগঞ্জঃ  বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সংসদীয় গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে সাংবাদিকদের প্রতি আহবান জানিয়েছেন।

তিনি আজ জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন

(বিএফইউজে) এর যৌথ আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এ আহবান জানান।

ড. শিরীন শারমিন চৌধুরী দোয়া কবুল ও সংযমের মাস পবীত্র মাহে রমজানে মহান আল্লাহ তায়ালার রহমত কামনা করে সাংবাদিক সমাজের সদস্যদের প্রতি পবীত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানান এবং নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের সাংবাদিক সমাজের দাবীর প্রতি সংহতি জানান ও এর দ্রুত বাস্তবায়নে তথ্য মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

স্পীকার ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কে বলেন, বর্তমানে ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়া স্থায়ী কমিটিতে বিবেচনাধীন রয়েছে। আশা করা যায় এ বিষয়ে সকলের মতামত নিয়ে একটি কার্যকর আইন প্রণয়ন করা সম্ভব হবে।

অনুষ্ঠানে তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু বিশেষ অতিথি হিসেবে বক্তৃতাকালে বলেন, বাংলাদেশ বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের পথে যাত্রা করেছে এবং উন্নয়নের বিস্ময়কর ধারায় এগিয়ে যাচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে তিনি সাংবাদিক সমাজের সহযোগিতা কামনা করেন।

বিএফইউজে এর সভাপতি মনজুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএফইউজে মহাসচিব ওমর ফারুক, ডিইউজে সভাপতি আবু জাফর সূর্য, সাধারন সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ফরিদা ইয়াসমিন এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম বক্তৃতা করেন।

বাংলাদেশ সময়: ২০:৪৩:১৫   ৩৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ