রাশিয়ায় আজ বিশ্বকাপ মিশন শুরু করছে ব্রাজিল

প্রথম পাতা » খেলাধুলা » রাশিয়ায় আজ বিশ্বকাপ মিশন শুরু করছে ব্রাজিল
রবিবার, ১৭ জুন ২০১৮



--- ফুটবল বিশ্বকাপের ২১তম আসরের চতুর্থ দিনের তৃতীয় ম্যাচে আজ রবিবার ‘ই’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে পাঁচবারের চ্যম্পিয়ন ব্রাজিল। তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে ম্যাচটি।

বিশ্বকাপের সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২ সালে বিশ্বকাপ ট্রফি ঘরে তুলে ব্রাজিল। গেল বিশ্বকাপের আসর নিজেদের মাটিতে আয়োজন করে। তাই ২০০২ সালের পর বিশ্বকাপের স্বাদ না পাওয়া ব্রাজিলের লক্ষ্য ছিলো শিরোপা খড়া কাটানো। কিন্তু গতবার সেমিফাইনালে দ্বিতীয় সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হয়ে লজ্জা নিয়ে বিশ্বকাপ শেষ করে ব্রাজিল।

ওই হারের টাটকা স্মৃতিকে শক্তিতে পরিণত করে এবারের আসরে ভালো পারফরমেন্স করার ইঙ্গিত দিয়ে রাখছেন ব্রাজিলের কোচ তিতে, ‘আগের চেয়ে আমরা এখন অনেক শক্তিশালী দল। আমরা চাই ভালো ফল অর্জন করতে। প্রথম ম্যাচে জয় দিয়ে আমরা শুভ সূচনা করতে চাই।’

গেল আসরে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিলো স্ইুজারল্যান্ড। এবার ভালো কিছু করার লক্ষ্য নিয়ে রাশিয়ায় পা রাখে তারা। ব্রাজিলের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে চমক দেখাতে চায় দল বলে জানালেন সুইজারল্যান্ডের অধিনায়ক স্টেফান লিচেটস্টেইনার। তিনি বলেন, ‘এবারের আসরে ভালো কিছু করতে চাই। আমাদের প্রধান লক্ষ্য সেমিফাইনাল। এজন্য শুরুটা ভালোভাবে করতে হবে। ব্রাজিলের বিপক্ষে জয়ের জন্যই মাঠে নামবো আমরা। ব্রাজিলের বিপক্ষে আক্রমনাত্মক ফুটবল খেলবো আমরা।’

বাংলাদেশ সময়: ১৮:০১:৫১   ৩৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফিরলেন লিটন, নতুন মাইলফলক সাকিবের
জয় তুলে দ্বিতীয় স্থানে উঠে এলো বার্সা
উইন্ডিজদের বিপক্ষে মুকিদুলের চার উইকেট
একদিন আগেই দ. আফ্রিকাকে হারিয়েছে পাকিস্তান
আবাহনী-মোহামেডান লড়াই আজ
সাকিব-তামিম-মাশরাফি পাচ্ছেন সেরা করদাতার পুরস্কার
বড় জয়ে পরের রাউন্ডে টটেনহাম
ল্যাম্পার্ড: চেলসির নায়ক থেকে খল নায়ক
বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আর্কাইভ