নির্বিঘ্ন ঈদযাত্রা সরকারের অনেক বড় সফলতা: ইনু

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বিঘ্ন ঈদযাত্রা সরকারের অনেক বড় সফলতা: ইনু
সোমবার, ১৮ জুন ২০১৮



---সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টাকে ধন্যবাদ জানিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, এবারের ঈদে মানুষ নির্বিঘ্নে বাড়ি যেতে পেরেছে। কোথাও যানজটের খবর আমরা শুনিনি। তেমন কোনো দুর্ঘটনাও ঘটেনি। এটা সরকারের অনেক বড় সফলতা।

ঈদুল ফিতরের পর সোমবার প্রথম কর্মদিবসে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রেলমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, এবার ঈদে রেল যোগাযোগব্যবস্থা ছিল অনেক ভালো। রেলের ব্যাপক উন্নতি হয়েছে। উনি মানুষের দুর্ভোগ বোঝেন, নিজে তত্ত্বাবাধন করে এই যোগাযোগব্যবস্থার ব্যাপক উন্নতি করেছেন।

ঈদের পরদিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, উনি বলেছেন খালেদা জিয়াকে জেলে রেখে দেশের মানুষ আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারেনি। এটা সঠিক নয়। এটা বিএনপি নেতাদের মনগড়া কথা। এবারের ঈদ মানুষ উৎসবমুখর পরিবেশে পালন করেছে।

নির্বাচনে বিএনপি আসবে কি না এমন প্রশ্নে মন্ত্রী বলেন, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বলতে পারি প্রত্যেক গণতান্ত্রিক দলের উচিত নির্বাচনে অংশ নেওয়া। বিএনপি নির্বাচনে অংশ নেবে কি না এটা তাদের বিষয়। তবে আমি মনে করি বিএনপির দলীয় সংকট নিরসনে তাদের সামনে নির্বাচনে অংশ নেওয়া ছাড়া বিকল্প নেই।

খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে হাসানুল হক ইনু বলেন, বেগম খালেদা জিয়াকে চিকিৎসার বিষয়ে সরকার সবসময় আন্তরিক। তার শারীরিক পরীক্ষার জন্য তাকে বারবার প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি শেখ মুজিব মেডিকেল কলেজ ও সিএমএইচ কোথাও চিকিৎসা নেবেন না। কেন নেবেন না এটা পরিষ্কার নয়।

বাংলাদেশ সময়: ১৭:৫৩:২৬   ২৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ