বরিশালে ট্রলারডুবিতে নিখোঁজ দুজনের লাশ উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বরিশালে ট্রলারডুবিতে নিখোঁজ দুজনের লাশ উদ্ধার
মঙ্গলবার, ১৯ জুন ২০১৮



---বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের কারখানা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ দুজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ জুন) সকালে ডিসি রোডের খেয়াঘাট সংলগ্ন কারখানা নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

ফরিদপুর ইউনিয়ন চেয়ারম্যান এসএম শফিকুর রহমান জানান, ভোররাত ৪টার দিকে কারখানা নদী থেকে প্রথমে নবম শ্রেণির ছাত্রী ও ফরিদপুর ইউনিয়নের পশ্চিম ফরিদপুরের বাসিন্দা ফিরোজ খানের ১৪ বছরের মেয়ে লিনা আক্তার নীলার মরদেহ উদ্ধার করা হয়।

এরপর বেলা পৌনে ১১টার দিকে পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের জামালকাঠির বাসিন্দা আল মামুনের চার বছরের শিশুসন্তান হাফসার মরদেহ উদ্ধার করা হয়।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান জানান, আজ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ওসি জানান, তাদের কাছে চারজনের নিখোঁজের খবর ছিল। তবে দুটি মরদেহ উদ্ধারের আগেই বাকেরগঞ্জ উপজেলার দক্ষিণ নলুয়ার হিরনের ছেলে রিপন (১৮) ও ফরিদপুরের জামাল চাপরাশির ছেলে ইমরান (১৫) এর সন্ধান পাওয়া গেছে। এ হিসেবে ট্রলারডুবির ঘটনায় আর কোনো নিখোঁজ নেই।

প্রসঙ্গত, রবিবার (১৭ জুন) বেলা ১২টার দিকে ভাঙন কবলিত এলাকা কাকরদা লঞ্চঘাটে একটি ইঞ্জিনচালিত ট্রলার যাত্রী তুলছিল। ট্রলারটি কারখানা নদীর ওপারে ডিসি ঘাটের উদ্দেশে যাত্রী নিয়ে ছাড়ার সময় নদী পাড়ের বিশাল একটি অংশ পানিতে ভেঙে পড়ে। এতে নদীতে প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হয়। এ সময় অন্তত ২০ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়।

বাংলাদেশ সময়: ১৩:৩৩:৫৫   ৩৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ