সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী ও পুলিশ নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী ও পুলিশ নিহত
মঙ্গলবার, ১৯ জুন ২০১৮



--- দুই জেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। হবিগঞ্জের নবীগঞ্জে মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী মারা যান। এদিকে রাজবাড়ীর পাংশায় সোমবার দিবাগত রাতে মাইক্রোবাস চাপায় পুলিশ সদস্য নিহত হয়েছেন।

হবিগঞ্জ: নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার রোকনপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তারা হলেন- সিলেটের জৈন্তাপুরের সইয়া এলাকার আহসান উল্লাহর ছেলে নূরুল ইসলাম (২৬) ও আব্দুর রহিমের ছেলে সবুজ আহমদ (২০)। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করেছে।

শেরপুর হাইওয়ে থানার ওসি নির্মল চন্দ্র ভৌমিক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তারা মোটরসাইকেল নিয়ে সকাল ৬টার দিকে মহাসড়কের রোকনপুর নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তাদের পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে।

পাংশা (রাজবাড়ী): সড়ক দুর্ঘটনায় আলমগীর আলম (৩৩) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। তিনি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোলাম সরোয়ার মণ্ডলের ছেলে। সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার পাগলা বটতলা মোড় নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

থানা সূত্রে জানা যায়, আলমগীর পাংশা থানায় গত ৩০ মে যোগদান করেন। সোমবার রাতে একটি মাইক্রোবাসে আলমগীরসহ আরও ছয়-সাতজন টহল দিচ্ছিলেন। পাগলা বটতলা নামক স্থানে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় তিনি গুরুতর আহত হন। বাকী পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে পাংশা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এঘটনায় আরও চার পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের ওই রাতেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

পাংশা থানা ওসি আহসান উল্লাহ বলেন, রাজবাড়ী পুলিশ লাইনে জানাযা শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৩:৪৬:৩৭   ৩৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ